
বিশেষ (সুনামগঞ্জ) প্রতিনিধি:
বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন বলেছেন,
অতীতের নানাবিধ রাজনৈতিক ষড়যন্ত্র ও বৈষম্যের কারণে দীর্ঘদিন ধরে উন্নয়ন-বঞ্চিত ও অবহেলিত ছাতক-দোয়ারার কাঙ্ক্ষিত উন্নয়নই আমার জীবনের সাধনা ও মূল লক্ষ্য।
(রোববার ১০ নভেম্বর ) বেলা ২টায় ছাতক শহরস্থ নিজ বাসভবনে ছাতক প্রেসক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
মিলন বলেন, দক্ষিণাঞ্চলসহ পুরো ছাতক ও দোয়ারাবাজার উপজেলার যোগাযোগ ব্যবস্থা আজ প্রায় বিধ্বস্ত। রাস্তাঘাট ভেঙে চুরে অনুপযোগী হয়ে পড়েছে। পথচারী ও যানবাহন চলাচল প্রায় অসম্ভব। চিকিৎসা ও শিক্ষার মানোন্নয়নের দিকেও বিশেষ গুরুত্ব দিতে হবে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কমলালেবু, তেজপাতা, চুন, চুনাপাথর ও বোল্ডার পাথরের ব্যবসা-বাণিজ্যে ব্রিটিশ আমল থেকেই বৃহত্তর ছাতকের সুনাম দেশ-বিদেশে ছড়িয়ে ছিল। সঠিক নেতৃত্বের অভাব ও বৈষম্যের কারণে সেই ঐতিহ্য আজ অনেকাংশেই হারিয়ে গেছে।
অর্থনৈতিক উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, ছাতক-ভোলাগঞ্জ রোপওয়ে সংস্কার করে ক্যাবল কার সংযোগের মাধ্যমে এটিকে পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত করা সময়ের দাবি। পাশাপাশি মুক্তিযুদ্ধের ৫ নম্বর সেক্টর হেডকোয়ার্টার বাঁশতলা হকনগরকে আধুনিক অবকাঠামো নির্মাণের মাধ্যমে আকর্ষণীয় পর্যটন এলাকায় রূপান্তর করা প্রয়োজন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ছাতক প্রেসক্লাব সভাপতি সৈয়দ হারুন অর রশীদ, সহ-সভাপতি বদরউদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক আব্দুল আলিম, সাংগঠনিক সম্পাদক নূর মিয়া রাজু,সুনামগঞ্জ জেলা বিএনপির নির্বাহী সদস্য সামছুল হক নমু, ছাতক পৌর বিএনপির আহ্বায়ক সামছুর রহমান শামছু, যুগ্ম আহ্বায়ক ও সাবেক পৌর কমিশনার জসিম উদ্দিন সুমন প্রমুখ।
WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply