
বিশেষ প্রতিনিধিঃ
আসন্ন ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষে ভোট দিয়ে জনগণকে ১৫ বছরের ভয়–ভীতি, দুঃশাসন ও অবিচারকে পরাজিত করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও চট্টগ্রাম–৯ আসনের সম্ভাব্য প্রার্থী এস. এম সাইফুল আলম।
বৃহস্পতিবার বিকেল ৪টায় নগরীর ১৫নং বাগমনিরাম ওয়ার্ডের কাজীর দেউরী মোড়, কাঁচা বাজার, আবাসিক এলাকা ও ব্যাটারি গলি হয়ে চট্টশ্বরী মোড় পর্যন্ত লিফলেট বিতরণ করেন তিনি।
এ সময় তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রণীত ৩১ দফা কর্মসূচি জনগণের হাতে তুলে দেন।
লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ১৫নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক রাসেদ চৌধুরী, সদস্য সচিব সরওয়ার উদ্দিন, যুগ্ম আহ্বায়ক হোসেন ও পল্লব, সদস্য মুন্না, এয়াকুব, টিটু ও শফি।
এছাড়াও উপস্থিত ছিলেন মহানগর বিএনপি নেতা মোঃ শফিকুল ইসলাম খোকন, মহানগর কৃষক দলের যুগ্ম সম্পাদক মোঃ সেকান্দর, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ রুবেল, যুগ্ম আহ্বায়ক মোঃ জালাল, মহিলা নেত্রী হাসিনা বেগমসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
অনুষ্ঠানে আরও অংশ নেন ডবলমুরিং থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নুর উদ্দিন সোহেল, ২৩নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক আবদুল হালিম, সদস্য সচিব এম. এ হাসনাত, যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম, আনিস আহমেদ বাচ্চু, মোঃ আলী, হাজী মোঃ মহসীনসহ অঙ্গসংগঠনের নেতারা।
পথসভায় এস. এম সাইফুল আলম বলেন,
দলের বৃহত্তর স্বার্থে ঐক্যের কোনো বিকল্প নেই। দলের হাইকমান্ড যাকে মনোনীত করবেন, তার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জনগণের শক্তিই আমাদের মূল শক্তি, সেই শক্তিতেই আগামীর বিজয় আসবে।
WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply