
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ডঃ
শুধু ভাল ফলাফলই জীবনের সফলতা নয়, নিজেকে আদর্শ, মানবিক ও অনুকরণীয় চরিত্র হিসেবে গঠন করাটাই হলো আসল লক্ষ্য। তবে শিক্ষা জীবনে ভাল ফলাফল অর্জিত না হলে ভবিষ্যতে কাংখিত লক্ষ্য অর্জন অসম্ভব। আর নিয়মিত চর্চা অনুশীলনই চূড়ান্ত সাফল্য আসে বলে মন্তব্য করেছেন বিএনপির সাবেক যুগ্ম-মহাসচিব আসলাম চৌধুরী এফসিএ।
শনিবার (১ নভেম্বর) চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় জেএএম সংস্থা কর্তৃক পরিচালিত মুজিবুল-রোকেয়া স্মৃতি বৃত্তি পরীক্ষার পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
আসলাম চৌধুরী বলেন, শিক্ষক অভিভাবক এবং শিক্ষার্থী এই তিনের সমন্বয়ে অর্জিত হয় সফলতা। সন্তানকে স্কুলে পাঠিয়ে যেমন অভিভাবকের দায়িত্ব শেষ হয়না তেমনি শ্রেণি কক্ষে পাঠদানেই শিক্ষকের দায়িত্ব শেষ হয় না। শিক্ষার্থী তার পড়ালেখা বাড়ীতে করছেন কিনা সেটা তদারকি করাও শিক্ষকের দায়িত্ব। আবার সন্তান পড়ালেখা ঠিকমতো করছেন কিনা সেটার খবরা খবর রাখা অভিভাবকের প্রধান দায়িত্ব।
তিনি বলেন, পড়ালেখার পাশাপাশি বড়দের সম্মান, ছোটদের স্নেহ, অসৎসঙ্গ পরিত্যাগ, নৈতিক চরিত্রের বিকাশের শিক্ষা স্কুল জীবন থেকেই শিক্ষার্থীদের মগজে ঢুকিয়ে দিতে হবে। একমাত্র ভাল ফলাফলেই আলোকিত পরিবার, জনপদ গড়া সম্ভব। মোবাইল আসক্তি কমাতে হবে।
সন্দ্বীপ হাজী আবদুল বাতেন উচ্চ বিদ্যালয় মাঠে সরকারী হাজী এবি কলেজের অধ্যক্ষ প্রফেসর এস এম আবুল হাশেম এর সভাপতিত্বে ও বাশিস সন্দ্বীপ উপজেলা শাখার সাধারণ সম্পাদক একেএম ফজলুল করিম এর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ এন্ড মেরিন রিসোর্স টেকনোলজি বিভিাগের প্রফেসর ড.মোহাম্মদ মোস্তফা, বিশেষ অতিথি ছিলেন
জেএএম সংস্থার নির্বাহী সদস্য জামিলা নাজনীল মাওলা, সভাপতি মেহরীন আনহার উজমা, বাশিস চট্টগ্রাম উত্তর জেলার সাধারণ সম্পাদক ও মুজিবুল-রোকেয়া স্মৃতি বৃত্তির পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ মোবারক আলী, মুছাপুর হাজী আবদুল বাতেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মুজিবুল-রোকেয়া স্মৃতি বৃত্তির কেন্দ্র সচিব মোঃ মাঈন উদ্দীন বাশিস সন্দ্বীপ উপজেলা শাখার সভাপতি মোঃ জামশেদ উদ্দীন, মুজিবুল-রোকেয়া স্মৃতি বৃত্তি পরিচালনা কমিটির আহবায়ক আনিস আকতার টিটু।
হাফেজ মো: ইউসুফের কোরান তেলওয়াত ও মৌলানা ইসমাইলের মোনাজাতের মধ্য দিয়ে পাঁচপর্বে সাজানো অনুষ্ঠানের প্রথম পর্বে ছিলো পরীক্ষা গ্রহণ কার্যক্রম, ২য় পর্বে পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের পাঁচ মিশালী সাংস্কৃতিক অনুষ্ঠান, ৩য় পর্বে ডিজিট্যাল বাংলাদেশ নির্মাণে বিজ্ঞান শিক্ষার গুরুত্ব শীর্ষক সেমিনার ও আলোচনা সভা, ৪র্থ পর্বে আলোকিত পরিবার সম্মাননা এবং শেষ পর্বে ফলাফল প্রকাশনা, বৃত্তি প্রদান অনুষ্ঠান। এতে আলোকিত ব্যক্তি হিসেবে সন্দ্বীপ কালাপোনিয়া উচ্চ বিদ্যালয় ও চট্টগ্রাম নগরীর জেলা পুলিশ লাইনের শহীদ এসপিএম শামসুল হক বিদ্যানিকেতনের প্রাক্তন প্রধান শিক্ষক মোঃ শফিউল আজম (বি.এ.বি.এড)কে সম্মানিত করা হয়।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এডভোকেট আবু তাহের, নুরুল মোস্তফা খোকন, মোস্তফা কামাল পাশা বাবুল।
এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জহুরুল আলম জহুর, গাজী হানিফ, নিযুম খান, জামশেদুর রহমান, মাইনুদ্দিন সিকদার, নুরুদ্দিন হোসাইন, মোঃ আদিল।
এতে বিভিন্ন স্কুল মাদ্রাসার নবম শ্রেণির ৪৬৯জন শিক্ষার্থী অংশ নেন। শিক্ষার্থীকে বৃত্তির নগদ অর্থ, সনদ ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply