মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
সীতাকুণ্ডে প্রকল্প উপকারভোগীদের সাথে মতবিনিময় কর্মশালা আনন্দ ও সিপ এনজিওর ভূরুঙ্গামারীতে মাওলানা ভাসানীর ৪৯ তম ওফাৎ দিবস পালন। শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় নিয়ে কি বলল জাতিসংঘের মানবাধিকার দপ্তরের মুখপাত্র চট্টগ্রাম সীতাকুণ্ডে পৃথক দুটি অগ্নিকান্ডে ৮ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি চন্দনাইশে সাঙ্গু নদীতে ডুবে ২ বছরের শিশুর মৃত্যু ‎ “প্রকাশিত সংবাদের প্রতিবাদ “ চট্টগ্রাম সীতাকুণ্ডে ভয়াবহ সড়ক দূর্ঘটনায় ঘটনাস্হলে নিহত ১০, গুরুতর আহত ৩০ সীতাকুণ্ডে ইক্‌রা আদর্শ ইসলামী পাঠাগারের উদ্যোগে গুণীজন আমেরিকা প্রবাসীকে সংবর্ধনা বাঙালির প্রাণের উৎসব নবান্ন- কৃষিবিদ মো মুজিব উল্ল্যাহ্ তুষার : সিলেটে ট্রাফিক এডুকেশন নেটওয়ার্কের জনসচেতনামূলক লিফলেট বিতরণী অনুষ্ঠিত হয়েছে
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

ভূরুঙ্গামারীতে মাওলানা ভাসানীর ৪৯ তম ওফাৎ দিবস পালন।

  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ৩ ভিউ

খন্দকার স্বপন (ভূরুঙ্গামারী)

ভূরুঙ্গামারীর ভাসানী নগরে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নিজ বাড়িতে ৪৯ তম ওফাৎ দিবস উপলক্ষে, ওরশ শরিফ পালন করা হয়। ১৭ নভেম্বর সোমবার এই ওরশ শরিফ অনুষ্ঠানটি নানা আয়োজনের মধ্যে দিয়ে অত্যন্ত ধুম ধামের সহিত পালন করা হয়। এই অনুষ্ঠানের আয়োজনে ছিল মিলাদ শরীফ, হাল্কা, জিকির, ওয়াজ মাহ্ফিল ও তবারক বিতরণ। দেশের বিভিন্ন জায়গা থেকে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী কয়েক হাজার ভক্তবৃন্দ এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর কর্ম জীবনি নিয়ে নানাবিদ আলোচনা ও হালকা জিকিরের মাধ্যমে এই অনুষ্ঠানটি মুখরিত করে তুলেন। অনুষ্ঠানে আলোচনা সভায় বক্তাগন ভাসানীর সংক্ষিপ্ত জীবনি তুলে ধরেন,এ থেকে জানাযায় মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ১৮৮০ সালেের ১২ ডিসেম্বর সিরাজগঞ্জ জেলার সয়াধা গ্রামে জন্মগ্রহণ করেন এবং ১৯৭৬ সালের ১৭ নভেম্বর রাতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি, তিন ভাই ও এক বোনের মধ্যে সব চেয়ে ছোট ছিলেন।তাঁর ডাকনাম ছিল ছেগা মিয়া। তাঁর বাবার নাম ছিল হাজী শরাফত আলী খান ও মাতা মজিরন নেছা।শৈশবে তিনি পিতৃ মাতৃ হীন অবস্থায়, তাঁর চাচা ইব্রাহিম খানের আশ্রয় ছিলেন। অতঃপর তিনি সুফি সাধক নমিরুদ্দিন বোগদাদী (রঃ) এর সাক্ষাৎ লাভ করেন। এবং তাঁর সহচর্যে ১৮৯৭ সালে সর্ব প্রথম তিনি আসাম গমন করেন। ১৯২৪ মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী আসামের ভাসান চরে এক বিশাল কৃষক সম্মেলন অনুষ্ঠান করেন এবং সেখান থেকেই তিনি ভাসানী উপাধি লাভ করেন। তাছাড়া এই ওরশ শরিফ পরিচালনা কমিটির সভাপতি মাওনানা আব্দুল হামিদ খান ভাসানীর নাতি মোঃ মনির খান ভাসানীর সঙ্গে কথা বললে তিনি জানান, প্রতি বছর শ্রদ্ধার সাথে আমরা এই দিন টি পালন করে অসছি। বাড়ির সামনের এই পুকুর টি, ভক্তগনকে সাথে নিয়ে আমার দাদু নিজের হাতে মাটি কেটে খনন করেছেন।আমার দাদু অত্যন্ত সাধারণ জীবন যাপন করতেন, যার নির্দশন আজও বহন করছে, বাড়ির বাহির আঙ্গিনার দরবার শরিফে,মুশাফির খানায়, দাদুর ব্যাবহৃত একটি হাতল চেয়ার, একটি সিন্দুক ও একটি খাট। দাদুর সাধামাটা জীবনের এই চিহ্ন গুলি দেখে ভক্তগন অত্যন্ত শ্রদ্ধার সাথে দাদুকে সরণ করে।ভক্তগন যাতে দাদুর সঙ্গে দাদীমাকেও সরণ রাখে, সেইজন্য আট বিঘা জমি দান করার মধ্যমে ১৯৬৭ সালে দাদীমার নামে এই এলাকায়, “হামিদা খনম” নামে একটি হাইস্কুল প্রতিষ্ঠা করেছেন। যা বাংলাদেশের একটি খ্যাতনামা বিদ্যালয় হিসাবে পরিচিত। তার কাছে মুশাফির খানার পার্শ্বের মাজার শরিফ সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, এটা মুশা ফকিরের মাজার, উনি দাদুর একান্ত ভক্ত ছিলেন,তাই তাকে এখানেই সমাধিত করা হয়েছিল। তিনি আরও জানান এই ওরশ শরিফ অনুষ্ঠানে অনেক অর্থের প্রয়োজন,কিন্তু সরকারি সাহায্য আমাদের প্রয়োজনের তুলনায় অত্যন্ত অপ্রতুল।তিনি আরো বলেন দাদুর এই ওফাত দিবস আরো উৎসাহ উদ্দীপনার মাধ্যমে প্রতিবছর যেন ধুমধামে শহীদ পালন করতে পারি সে তৌফিক যেন আল্লাহ্ আমাদের দানকরেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »