
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ডঃ
সাবেক এমপি শাহজাহান চৌধুরী বলেন, আমরা আওয়ামীলীগের দুর্শাসন দেখেছি,লুটপাট দেখেছি,যা পৃথিবীর কোন রাষ্ট্রে এমনটি নেই।আমরা আর দূর্নীতি লুটপাটের সরকার চাইনা,অন্যায় অত্যাচারে,চাঁদাবাজ, সন্ত্রাসীর রাজত্ব শাসন চাইনা,আমরা কোরআনের নিয়ম মাফিক রাষ্ট্র চরিচালিত চাই।তিনি শুক্রবার সীতাকুণ্ডে এস সীরাতুন্নবী সাঃ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশ এর বোর্ড অব গভর্নরস সদস্য ও আন্দরকিল্লা শাহী জামে মসজিদের খতিব, আওলাদে রাসূল ( সাঃ) হযরত আল্লামা সাইয়্যেদ আনোয়ার হোসাইন তাহের জাবেরী আল মাদানী সাহেব বলেছেন, যেসব রাষ্ট্রে আল কোরআনের ঘোষিত শাসন প্রচলিত আছে সেসব রাষ্ট্রে তেমন অপরাধ সংঘঠিত হয়না। কোরআনে বর্ণিত রয়েছে কেউ যেনা করলে তাকে ডুরা মারবেন, মাটিতে কোমর প্রযন্ত ঢোকিয়ে পাথর মেরে হত্যা করার। যিনি চুরি করবেন তার হাত কেটে দিবেন। এমন কঠোর শাস্তি দেয়া হয় বলে কেউ অপরাধ করেনা। কোরআন কে আমরা সবাই অনুসরণ করতে হবে।তাহলেই রাষ্ট্র সুন্দর ও ইসলামী মোতাবেক চলবে।
তিনি গতকাল শুক্রবার রাতে সীতাকুণ্ড উপজেলা সীরাতুন্নবী( সাঃ) মাহফিল বাস্তবায়ন কমিটির উদ্যোগে আয়োজিত মাহফিলে তিনি প্রধান মুফাসসির অতিথির বক্তব্যে উপরোক্ত বয়ান করেন।
শূক্রবার ৭ নভেম্বর বাদ মাগরেব মাগফিলে বিশিষ্ট আলেমে দ্বীন ও ইসলামী চিন্তাবিদ উপজেলা জামায়াতে ইসলামের আমীর মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্ব ও কুতুব উদ্দীন শিবলীর সঞ্চালনায়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্যে আই আই ইউ এম,মালয়েশিয়া ফ্যাকাল্টি মেম্বার ঢাকা শরীয়াহ কনসালটেন্ট ও দা-ঈ ড,হোসাইন শাহিন আজহারী,ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও কর্নেলহাট জামে মসজিদের খতিব, ড, মাওলানা আলী হোসাইন,সীতাকুণ্ড জামায়াতে ইসলামের মনোনীত এমপি প্রার্থী আনোয়ার সিদ্দিক চৌধুরী।
তাছাড়া আরো উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারী মোঃ তাহের,সীতাকুণ্ড আলেয়া ( কামিল) মাদরাসার মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ আনোয়ার হোসেন,মাওলানা মহিউদ্দিন,যুবাইদিয়া মাদরাসার অধ্যক্ষ মাওলানা নুরুল কবির, মিডিয়া কনসালটেন্ট আবুল হোসাইন,পৌর জামায়াতের আমীর হাজী আলী আকবর, শ্রমিক কল্যানের সভাপতি মেজবাহ উদ্দিন রাসেল।
WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply