
সীতাকুণ্ড প্রতিনিধিঃ
চট্টগ্রাম সীতাকুণ্ড বাড়বকুণ্ড যুবদলের উদ্যোগে বিগত ১৭ বছরের শেখ হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে এবং জুলাই-আগস্ট বিপ্লবে নিহত শহীদদের হত্যার সঠিক বিচার দাবিতে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা বারোটায় সীতাকুণ্ড বাড়বকুণ্ড বাজারের কাকলী ক্লাবের সামনে থেকে বের
উত্তর বাজার প্রদক্ষিণ করে পূনরায় কাকলীর সম্মুখে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য জহুরুল আলম জহুর,বাড়বকুণ্ড ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ,উত্তর জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি বদরুল আলম বদরুল,বাড়বকুণ্ড ইউনিয়ন যুবদলের সভাপতি নুরনবী সাইফুল, সেক্রেটারী একরামুল হকের নেতৃত্বে একটি বিশাল মিছিল বের হয়।
এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ কমল কদর।
সমাবেশে প্রধানঅতিথি বক্তব্যে বলেন,
“বাংলাদেশে গণতন্ত্র প্রায় শেষ করে দিয়েছেন শেখ হাসিনা। শেখ হাসিনার দুঃশাসনে জনগণ অসহায় অবস্থায় জীবনযাপন করছে। বিএনপির হাজারো নেতা-কর্মীকে গুম, খুন ও কারাগারে পাঠিয়ে দেশকে এক ব্যক্তির দাসত্বে পরিণত করা হয়েছে। আমরা সেই অবিচারের বিচার চাই। জুলাই-আগস্ট বিপ্লবে যারা শহীদ হয়েছেন, তাদের রক্ত বৃথা যাবে না। শিগগিরই এই দুঃশাসনের অবসান ঘটবে।”
বিক্ষোভ মিছিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—উত্তর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আওরঙ্গজেব মোস্তফা, উত্তর জেলা যুবদলের সদস্য লোকমান হোসেন রাকিব,উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ সাহাবুদ্দিন রাজু,মৎস্য দলের সভাপতি মোঃ ইলিয়াছ,মোঃ মোস্তাফিজুর রহমান হিরো।
আরো উপস্হিত ছিলেন- বাড়বকুণ্ড বিএনপির নেতা মোঃ সেলিম রানা মেম্বার,আবু তাহের মেম্বার, খায়রুল্লাহ মেম্বার,খুরশের আলম কন্ট্রাঃ মোঃ খোকন, জয়নাল ভূইয়া,আব্দুল আলিম,আহসান উল্লাহ,মোঃ সাদ্দাম হোসেন,আবুল কালাম, মোঃ ফখরুল ইসলাম,মোঃ ইলিয়াছ,মোঃ আক্তরুজ্জামান আক্তার,মানিক সহ উপজেলা, বাড়বকুণ্ড ইউনিয়ন বিএনপি,যুবদল,ছাত্রদল,সেচ্ছা
সেবকদল,কৃষকদল,শ্রমিকদলের নেতা কর্মী অংশ গ্রহন করেন।
WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply