
সিলেট প্রতিনিধিঃ
সিলেটে এস বি এ বার্ষিক ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৫ এর পুরষ্কার বিতরণী অনুষ্টিত হয়েছে।
(১১ নবেম্বর ২০২৫ ইং ) মঙ্গলবার সন্ধ্যায় সিলেট নগরীর জিন্দাবাজার নজরুল একাডেমিতে সিলেটে এস বি এ বার্ষিক ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৫ এর পুরষ্কার বিতরণী অনুষ্টিত হয়েছে।
লিয়াকত হোসেনের সভাপতিত্বে ও বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনর নেশনাল কোচ শিব্বির আহমেদ এর সঞ্চালণায় -প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আলী আহমেদ নর্থ মেয়র কার্ডিফ সিটি ইংল্যান্ড এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- মখসুদ আহমেদ কীড়া সংগঠক ও সাধারণ সম্পাদক সিলেট জেলা যুবদল , সাংস্কৃতি ব্যক্তিত্ব কোকন ফকির আহমেদ।
উক্ত এস বি এ বার্ষিক ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৫ এর আমন্ত্রিত অতিথি বৃন্দগণ মাছুম ,জাহি ,ঐশী ,সুহেল ,রিপন সহ সেম্পিয়নদের হাতে পুরষ্কার তুলে দেন। এতে ব্যাডমিন্টন টুর্নামেন্টর পুরষ্কার প্রাপ্ত সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply