
সিলেট জেলা প্রতিনিধিঃ
“আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে” এই স্লোগান নিয়ে সিলেটে ট্রাফিক এডুকেশন নেটওয়ার্কের জন সচেতনামূলক লিফলেট বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
(১৫ নভেম্বর ২০২৫ ইং ) শনিবার সন্ধ্যায় সিলেট নগরীর চৌহাট্টা পয়েন্টে ট্রাফিক এডুকেশন নেটওয়ার্কের সৌজন্যে জন সচেতনতার লক্ষ্য লিফলেট বিতরণ করা হয়েছে।
উক্ত লিফলেট বিতরণী অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , এস এমপি পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী-কে নিয়ে লিফলেট বিতরণ করা হয় এবং পরবর্তীতে উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) সুদীপ্ত রায় -কে নিয়ে ও আবার লিফলেট বিতরণ করা হয়।
লিফলেট বিতরণ কালে জন সচেতনতার লক্ষ্য লিফলেটের লেখা অনুযায়ী বক্তারা বলেন –
(১)রাস্তায় চলাচলের সময় ফুট ব্যবহার করব।
(২)ফুটপাত না থাকলে রাস্তার ডান দিকে প্রান্তে গেষে হাঁটবো। (৩)রাস্তায় হাঁটার সময় মোবাইল ফোন /হেডফোন ব্যবহার করব না। (৪)রাস্তা পারাপারের সময় ফুটওভার ব্রিজ জেব্রা ক্রসিং ব্যবহার করব।(৫)ফুটওভারব্রিজ জেব্রা ক্রসিং না থাকলে ডানদিকে বামদিকে দেখে সাবধানতার সাথে রাস্তা পার হব প্রয়োজনে ট্রাফিক পুলিশের সাহায্য নেব কোন অবস্থাতে তাড়াহুড়া করব না। (৬)রাস্তা পারাপারের সময় হঠাৎ দৌড় দিব না। (৭)চলন্ত যানবাহনে উঠবো না চলন্ত যানবাহন থেকে নামবো না। (৮)যানবাহন থেকে নামার সময় অবশ্যই বাম পা সামনে দিয়ে নামবো। (৯)প্রাপ্তবয়স্ক ১৮ বছর হওয়ার পর ট্রাফিক আইন মেনে যানবাহন চালাবো। (১০)ট্রাফিক সাইন, ট্রাফিক আইন জানব,মানব। (১১)নিষিদ্ধ বা অবৈধ গাড়িতে চড়বেন না।

ট্রাফিক এডুকেশন নেটওয়ার্কের
সভাপতি -আব্দুল্লাহ মামুন , সহ সভাপতি -আব্দুল মুতাকাব্বির সাকি ,সহ সভাপতি – সেকুল আহমেদ ,সাধারণ সম্পাদক -এহসান মাহবুব , সহ সাধারণ সম্পাদক -শিহাব আহমেদ ,সদস্য জাকারিয়া হোসেন ,মাহমুদ হাসান ,রহমান বকুল ,শরিফ আহমেদ সহ পুলিশের ভিবিন্ন পদমর্যাদার সদস্য গণ উপস্থিত ছিলেন।
WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply