ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ড দেওয়ানের খামার গ্রামের দীর্ঘদিনের অবহেলিত একটি সড়ক মেরামত ও সিসি ঢালাইয়ের দাবি জানিয়েছেন স্থানীয়রা। এ দাবির প্রেক্ষিতে এলাকাবাসীর পক্ষে বায়তুল জান্নাত জামে মসজিদের সভাপতি মোঃ বজলুর রশীদ উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত আবেদন করেছেন।
তিনি জানান, সদর ইউনিয়নের দক্ষিন দেওয়ানের খামার সাহা ফিলিং তেলের পাম্পের পূর্ব দিক থেকে মরহুম আব্দুর রাজ্জাকের বাড়ি হয়ে উত্তরে বায়তুল জান্নাত জামে মসজিদ পর্যন্ত রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। সদর ইউনিয়ন কার্যালয় থেকে মাত্র দুই কিলোমিটার দূরে হলেও প্রায় ৩ হাজার মানুষের যাতায়াতের এ গুরুত্বপূর্ণ সড়কটিতে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হয় কর্দমাক্ত অবস্থা। এতে নিয়মিত দুর্ঘটনা ঘটে এবং স্থানীয়দের নানামুখী দুর্ভোগ পোহাতে হয়।
স্থানীয় শিক্ষার্থীরা জানান, প্রতিদিন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত করতে গিয়ে তাদের চরম সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। শুধু শিক্ষার্থী নয়, মুসুল্লিরা, চাকুরিজীবী, কৃষক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষও এ সড়ক ব্যবহার করে। কিন্তু চলাচলের অনুপযোগী হওয়ায় জরুরি প্রয়োজনে অনেকেই ঘর থেকে বের হতে সাহস পান না। ফলে চিকিৎসা সেবা ও পড়াশোনার মতো মৌলিক অধিকার ব্যাহত হচ্ছে।
রাস্তাটির পাশে একটি পুকুর থাকায় সড়কের কিছু অংশ ভেঙে পড়ে চলাচল আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এলাকাবাসীর দাবি, ওই অংশে দ্রুত গাইড ওয়াল নির্মাণ করে রাস্তা মেরামত ও সিসি ঢালাই করা হোক।
স্থানীয় আইকুমারী ভাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আজাদুল হক বাবু মাষ্টার, অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মোঃ আবুল হাসেম, মসজিদের খতিব ক্বারী মোঃ আব্দুর রহিম, ব্যবসায়ী মোঃ হাবিবুর রহমান, কৃষক মোঃ ইউসুফ আলী, শিক্ষার্থী মোঃ আবু হানিফ, মোছাঃ হিমু খাতুন, মোঃ ফাহিম, মোছাঃ জুসি খাতুন, মোছাঃ জুঁই, মোঃ আরিফ হোসেন, মোঃ রোহানুর ইসলামসহ আরো অনেকে বলেন—
“সদর ইউনিয়নের বাসিন্দা হয়েও আমরা চলাচলের মৌলিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছি। অবিলম্বে রাস্তাটি সংস্কার করা প্রয়োজন।”এ বিষয়ে স্থানীয়রা উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply