বিশ্বনাথ প্রতিনিধিঃ
সিলেটের বিশ্বনাথ উপজেলার একটি প্রবাসী অধ্যষিত এলাকা আর প্রাচীনকাল থেকেই রয়েছে এই এলাকার অনেক সুনাম দেশ এবং বিদেশের মাটিতে রয়েছে তাদের নামের যশ এবং কাজের গুনাগুন।
তেমনি একটি গ্রাম বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের প্রবাসী অধ্যষিত চানপুর গ্রাম গতকাল লন্ডনের আলতাব আলী পার্কে সেই গ্রামের প্রবাসীদের শুরু হয় এক জম্পেশ আড্ডা আর মিলন মেলা, এশিয়ান রোজ যুব সংঘের প্রতিটা মানুষের যেন ফিরে পেয়েছে তাদের একজন অন্য আপনজনকে প্রবাসের মাটিতে যদিও বা তারা একি জায়গায় বসবাস তার পরেও এমন করে তাদের কোন সময় মিলন মেলা হয়না, ঐতিহ্যবাহী এই সন্ধ্যাকে স্বাগত জানাতে এবং বিশেষ করে এশিয়ান রোজ যুব সংঘের পক্ষ থেকে শহীদ মিনারে সম্মান জানাতে সবাই নিজ নিজ জায়গা থেকে উপস্থিত হয়েছেন।
এসময় উপস্থিত ছিলেন তাদের গ্রামের প্রবীণ প্রবাসীরা, দৌলতপুর ইউনিয়নের আলহাজ্ব মোক্তার আলী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও আলহাজ্ব মোক্তার আলী রিসোর্টের স্বত্বাধিকারী আলহাজ্ব মোক্তার আলী, আয়না মিয়া, যুক্তরাজ্যর বিশিষ্ট কমিউনিটি নেতা সাইদুল ইসলাম, কাছা মিয়া, বাবুল মিয়া, শওকত আলী, জামাল মিয়া, গিয়াস উদ্দিন, শাহিন উদ্দিন, বিশিষ্ট রেস্টুরেন্ট ব্যবসায়ী পিয়ার আলী, শাহিন উদ্দিন, দবির মিয়া, সজিব মিয়া, শিপন মিয়া, প্রমুখ।
এক কথায় প্রবাসীরা শহীদ মিনারে এশিয়ান রোজ যুব সংঘের পক্ষ থেকে শহীদ মিনারে ফুলেল শুভেচছা দিয়ে
তাদের মিলন মেলা উদযাপন করলেন।
প্রবাসী আয়না মিয়া বলেন আমরা আমাদের এই সংগঠন থেকে প্রতিনিয়ত সমাজের ভাল কাজের কাজ করে থাকি এবং আপনারা আামদের জন্য দোয়া করবেন।
আলহাজ্ব মোক্তার আলী রিসোর্ট হাউসের স্বত্বাধিকারী আলহাজ্ব মোক্তার আলী সামাজিক যোগাযোগ মাধ্যমে এক সংকিপ্ত আলাপচারিতায় তিনি বলেন এই এশিয়ান রোজের আজকের মিলন মেলা যেন আমাদের প্রবাসীদের আবার নতুন প্রাণ ফিরে পেল।
আমরা যেন সমাজের প্রতিটি মানুষের সুখে দুঃখে তাদের পাশে থাকতে পারি
আমি আমার গ্রামের সকল প্রবাসীদের নেক হায়াত কামনা করছি।
শহীদ মিনারে ফুলেল সম্মাননা শেষে
লন্ডনের মুনসুন রেস্তোরাঁয় রাতের খাবার অনুস্টিত হয়।
এবং দেশ প্রবাসের সকলকে এশিয়ান রোজ যুব সংঘের পক্ষ থেকে শুভেচ্ছা ও দোয়া কামনা করা হয়।
WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply