জসিম উদ্দীন ফারুকী, বিশেষ প্রতিনিধিঃ
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় আত্মীয় বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে তাসকিয়া (৪) নামের এক শিশু মারা গেছে।
নিহত তাসকিয়া চন্দনাইশ উপজেলায় সাতবাড়িয়া ইউনিয়নের বহরমপাড়া এলাকার জসিম উদ্দীনের মেয়ে।
রবিবার (২২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার দোহাজারী পৌরসভার জামিজুরী ঘোড়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, তাসকিয়া তার মার সঙ্গে আত্মীয় বাড়িতে বেড়াতে যায়। রবিবার বিকেলে সে আত্মীয় বাড়ির পাশে একটি পুকুরের পাড়ে খেলাধুলা করছিল। হঠাৎ খেলাধুলা করার সময় বিকেলে পুকুরে পড়ে যায়। একটু পর শিশুটির মা খোঁজাখুঁজি শুরু করেন। এর কিছুক্ষণ পর পুকুরের মধ্যে শিশুটিকে ভাসমান অবস্থায় দেখতে পায়। এ সময় আত্মীয় স্বজনরা এসে তাকে উদ্ধার করে দোহাজারী ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দোহাজারী ৩১শয্যা বিশিষ্ট হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আবদুল্লাহ শাহরিয়ার মিশু জানান, হাসপাতালে আনার আগে শিশুটি মারা যায়।
WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply