বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
সীতাকুণ্ডে কাভার্ডভ্যানের চাপায় মোটর সাইকেল চালক নিহত চন্দনাইশে আত্মীয় বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু সীতাকুণ্ডে স্থানীয় সেবাখাতের তথ্যভিত্তিক পরিবীক্ষণ ও ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ চন্দনাইশে সেনা অভিযানে ৬ পাহাড়ি সন্ত্রাসী অস্ত্রসহ গ্রেফতার চন্দনাইশে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ মালিক সহ ৩ জনের মৃত্যু আগামী জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে ধানের শীষ প্রতীকে বিজয়ী করতে হবে চন্দনাইশে কাভার্ড ভ্যান-অটোরিকশা সংঘর্ষে আহত ৬ চন্দনাইশে অস্ত্রধারী যুবলীগ নেতা আটক চন্দনাইশে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেন করার দাবিতে মানববন্ধন, মিছিল ও সড়ক অবরোধ মার্কস অল রাউন্ডার চট্টগ্রাম জোনের আঞ্চলিক পর্যায়ে নির্বাচিত হয়েছে পতেঙ্গার শ্রীকর্না ধর
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Newsdeshy@gmail.com/Mmdidar7@gmail.com মোবাইলঃ 01714430261/01720834962 WhatsApp & Imo:01878518066/00966509665820 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

সীতাকুণ্ডে স্থানীয় সেবাখাতের তথ্যভিত্তিক পরিবীক্ষণ ও ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ

  • আপডেট সময়ঃ সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩ ভিউ

কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ড প্রতিনিধিঃ

“সুশাসনের জন্য দরকার তথ্যভিত্তিক পরিবীক্ষণ ও সক্রিয় নাগরিক অংশগ্রহণ”—এই উদ্দেশ্যকে সামনে রেখে চট্রগ্রাম সীতাকুণ্ডে অনুষ্ঠিত হলো দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা। স্থানীয় সেবাখাতসমূহের তথ্য ও গবেষণা ভিত্তিক পরিবীক্ষণ, মূল্যায়ন এবং ব্যবস্থাপনা বিষয়ক এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন উপজেলার বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন, সুশীল সমাজ এবং নারী নেত্রীসহ ২১জন প্রতিনিধি। গতকাল সোমবার সকাল ১০টা সীতাকুন্ড উপজেলা বি আর ডি বি হলরুমে আয়োজিত এই কর্মশালার আয়োজন করে ‘ভয়েস ফর চেইঞ্জ: এমপাওয়ারিং সিটিজেনস ফর ইনক্লুসিভ গভর্নেন্স, সোশ্যাল জাস্টিস অ্যান্ড ইকুয়ালিটি’ প্রকল্প। প্রকল্পটি যৌথভাবে বাস্তবায়িত হচ্ছে সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কোঅপারেশন (SDC) এবং গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা (GAC)-এর আর্থিক সহায়তায়। প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন সেশন পরিচালনা করেন খান ফাউন্ডেশনের জেলা প্রকল্প কর্মকর্তা মোহাঃ মজিবুর রহমান, প্রকল্প কর্মকর্তা মাসুদ রানা ও বিলকিস সুলতানা।
প্রশিক্ষণে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুরাদপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান এজাহারুল ইসলাম,এন এস এস পরিচালক ইমাম হোসেন স্বপন, নারীনেত্রী, সালমা,তানিয়া, মুনমুন এবং ইউ পি সদস্য, খালেদা আক্তার,কাঞ্চন আকতার ও মনোয়ারা বেগম, কাকলী ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন এবং বিভিন্ন এনজিও কর্মী ও বিভিন্ন সংগঠনের সদস্য বৃন্দ। সকলের অংশগ্রহণে বলা হয় “স্থানীয় উন্নয়ন পরিকল্পনা ও সেবার মানোন্নয়নে জনগণের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি। এই ধরনের প্রশিক্ষণ তরুণদের দক্ষ করে তুলবে এবং তাদের মাধ্যমে স্থানীয় সরকার আরও জবাবদিহিমূলক হবে।”
দিনব্যাপী কর্মশালায় অংশগ্রহণকারীরা হাতে-কলমে শিখেছেন পরিবীক্ষণের মৌলিক ধারণা ও প্রয়োজনীয়তা, নাগরিক পরিবীক্ষণের কৌশল, তথ্য অধিকার আইন ২০০৯ ও এর প্রয়োগ, নাগরিকদের অংশগ্রহণে সেবাদান প্রক্রিয়ার মূল্যায়ন, কমিউনিটি স্কোরকার্ড পদ্ধতির ধাপসমূহ, স্থানীয় সরকারের সেবাদান কাঠামো ও জবাবদিহিতা, গবেষণা ও তথ্য বিশ্লেষণের ভূমিকা।
প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা জানান, তারা স্থানীয় সমস্যা ও জনগণের চাহিদা যথাযথভাবে উপস্থাপন এবং প্রভাবশালী প্ল্যাটফর্মে তুলে ধরার কৌশল শিখেছেন। অনেকেই জানিয়েছেন, তারা ভবিষ্যতে নিজেদের সংগঠনের মাধ্যমে ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের সেবা পরিবীক্ষণ কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেবেন।স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি বলেন, এই প্রশিক্ষণে অংশ নিয়ে বুঝেছি, শুধু অভিযোগ করলেই হবে না; আমাদেরকেই সঠিক পদ্ধতিতে তথ্য সংগ্রহ করে বাস্তবচিত্র তুলে ধরতে হবে, যাতে সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর জবাবদিহিতা নিশ্চিত হয়।”‘ভয়েস ফর চেইঞ্জ’ প্রকল্পের মূল লক্ষ্য হচ্ছে সুশাসন প্রতিষ্ঠা, সামাজিক ন্যায়বিচার এবং বৈষম্যহীন সমাজ গঠনে নাগরিকদের ক্ষমতায়ন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »