কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ডঃ
বাংলাদেশ শিপ ব্রেকার্স এন্ড রিসাইক্লার্স এসোসিয়েশন (বিএসবিআরএ) সভাপতি নির্বাচিত হয়েছেন শিল্পপতি আমজাদ হোসাইন চৌধুরী,
সিনিয়র সহ সভাপতি নির্বাচিত হলেন মোহসীন চৌধুরী( পিএইচপি)।
আজ ১৬ সেপ্টেঃ বুধবার থেকে ১১টি পদের মধ্যে অন্যান্য নেতৃবৃন্দ বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিতরা হলেন :
ভাইস প্রেসিডেন্ট নাওশীর হাসান (ক্রিস্টাল সিপার্স) ও গাজী মোকারম আলী চৌধুরী (চিটাগাং শিপব্রেকিং)
নির্বাহী সদস্য:-
হোসাইনুর আরেফীন (জনতা স্টিল),
এস এম নুরুন নবী (বিওবি),
নুর উদ্দিন রুবেল (ফোর স্টার স্টিল এন্টারপ্রাইজ),
মো. তসলিম উদ্দিন (কেআর গ্রিন শিপ রিসাইক্লিন.)
ফেরদৌস ওয়াহিদ (ফেরদৌস স্টিল),
মো. সেলিম উদ্দিন (খাজা আজমীর),
ইয়ামিন ওবাইদা আসাদী (প্রগ্রেসিভ শিপ রিসা.)।
সকল নেতৃবৃন্দদের কোন প্রতিদ্ন্ধি না থাকায় বিনা প্রতদন্ধিতায় নির্বাচিত হয়েছেন।
নির্বাচিত নেতৃবৃন্দ আগামী দুবছর দাযিত্ব পালন করবেন।
WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply