জসিম উদ্দীন ফারুকী বিশেষ প্রতিনিধিঃ
চন্দনাইশে মো. ইমতিয়াজ মাহমুদ (৩৫) নামে অস্ত্রধারী এক যুবলীগ নেতাকে আটক করেছে পুলিশ। শনিবার (২০ সেপ্টেম্বর) ভোর ৪ টায় উপজেলার বরকল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডস্থ বশর চেয়ারম্যান বাড়ী এলাকার নিজ বসতঘর থেকে তাকে আটক করা হয়। তিনি ওই এলাকার আবুল কালামের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মো ইমতিয়াজ মাহমুদের নিকট অস্ত্র থাকার বিষয়টি টের পেয়ে তার উপর নজরদারি শুরু করা হয়
দীর্ঘদিন নজরদারি থাকার পর অবশেষে বিশেষ অভিযান চালিয়ে থানা পুলিশের একটি টিম তাকে আটক করতে সক্ষম হয়েছে। তবে আটকের সময় তার কাছ থেকে কোন অস্ত্র উদ্ধার হয়নি।
চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ ( ওসি ) গোলাম সরওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতকে আদালতে সোপর্দ করা হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।,
WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply