জসিম উদ্দীন ফারুকী, বিশেষ প্রতিনিধিঃ
চন্দনাইশে গলায় ফাঁস দিয়ে ছয় সন্তানের জননী আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। জানা গেছে, নিজ ঘরের সিলিং এর রডের সাথে ফাঁস দিয়ে রোকসানা আকতার (৪৫) নামে ৬ সন্তানের জননী আত্মহত্যা করেছে। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছেন দারিদ্র্যতার কারণে মহিলাটি আত্মহত্যার মত জঘন্য ঘটনা ঘটিয়েছে।
বৃহস্পতিবার রাত ৮টা থেকে ১০টার মধ্যে চন্দনাইশ উপজেলার হাশিমপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড
পূর্ব ছৈয়দাবাদ (রহমানিয়া পাড়া) এলাকায় এ ঘটনা ঘটে। মৃত রোকসানা আকতার ওই এলাকার আমান উল্লাহর কন্যা।
তাঁর স্বামীর নাম তছলিম উদ্দিন। তিনি লক্ষীপুরে থাকেন। দীর্ঘদিন ধরে স্বামীর সাথে যোগাযোগ নেই বলে জানা যায়।
মৃত রোকসানা আকতার তিন ছেলে আর তিন মেয়ে সন্তানের জননী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন রাতে সকলের অগোচরে নিজ ঘরের সিলিং এর রডের সাথে ফাঁস দেয় রোকসানা আকতার। কিছুক্ষণ পর তার মেয়ে কানিজ ঘরে এলে তাঁকে নিজ ঘরের সিলিং এর রডের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। এরপর পরিবারের লোকজন তাকে উদ্ধার করে চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন এবং থানা পুলিশকে খবর দেয়।
এ ব্যাপারে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ার বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। সুরতহাল রিপোর্ট অনুযায়ী পরবর্তী আইনগত পদক্ষেপ নেয়া হবে।###
ছবির ক্যাপশনঃ মৃত রোকসানা আকতার
WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply