কাইয়ুম চৌধুরীঃ
“গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি” — এই স্লোগানকে সামনে রেখে (STP Association) এর উদ্যোগে এবং জুনিয়র ব্লাড ফাউন্ডেশন এর সার্বিক সহযোগিতায় একটি বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচিতে শুধু বৃক্ষরোপণই নয়, বরং জনগণকে গাছ লাগানোর নিয়ম, পরিচর্যার কৌশল ও পরিবেশ রক্ষার গুরুত্ব সম্পর্কে সচেতন করা হয়। পাশাপাশি ফ্রি গাছ বিতরণ করা হয় যাতে আরও বেশি মানুষ বৃক্ষরোপণে উৎসাহিত হয়।
STP Association একটি মানবতাবাদী সংগঠন হিসেবে এই কর্মসূচির মাধ্যমে ভবিষ্যতে একটি ফ্রি ব্লাড ক্যাম্পেইন আয়োজনের ঘোষণা দেয়, যেখানে দরিদ্র মানুষের জন্য বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও চিকিৎসা সেবা প্রদান করা হবে।
জুনিয়র ব্লাড ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে বিভিন্ন সংগঠনকে নিয়ে বৃক্ষরোপণ কার্যক্রম চালিয়ে আসছে, যার অংশ হিসেবে STP Association এই উদ্যোগে যুক্ত হয়।
এ সময় জুনিয়র ব্লাড ফাউন্ডেশন এর সম্মানিত সহ-সভাপতি মোহাম্মদ ওয়াহিদ সাদেক বলেন
“জীবন বাঁচানোর মতোই প্রকৃতি বাঁচানো আমাদের দায়িত্ব। একটি গাছ শুধু ছায়া দেয় না, এটি ভবিষ্যতের জন্য আশার প্রতীক। বৃক্ষরোপণ কর্মসূচি আমাদের মানবিকতারই অংশ।”
প্রতিষ্ঠাতা পরিচালক আবদুল্লাহ আল মাহমুদ বলেন—
“রক্তদান যেমন জীবন রক্ষা করে, তেমনি বৃক্ষরোপণ ভবিষ্যৎ প্রজন্মের জন্য জীবন সঞ্চয় করে। আমরা সবাই মিলে মানবতা ও প্রকৃতির জন্য কাজ করে যাব।”
উভয় সংগঠনই আশা প্রকাশ করেছে যে, স্বেচ্ছাসেবীরা যদি এভাবে মিলিতভাবে কাজ চালিয়ে যায়, তবে মানবিক কাজের প্রচার ও প্রকৃতি রক্ষার উদ্যোগ সারা দেশে ছড়িয়ে পড়বে।
WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply