সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
সীতাকুণ্ড প্রেসক্লাবের সাবেক সভাপতি, সেক্রেটারী ও সাংগঠনিক সম্পাদকের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশে প্রতিবাদ সভা ক্লাবের হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার দুপুর ১২টায সীতাকুন্ড প্রেস ক্লাবের উদ্যোগে ক্লাবের সভাপতি সৈয়দ ফোরকান আবুর সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক নজরুল ইসলামের পরিচালনায় সাবেক সভাপতি সৌমিত্র চক্রবর্তী( কালের কন্ঠ,পূর্বকোন) সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী ( দৈনিক জনকন্ঠ)ও সাংগঠনিক সম্পাদক কৃষ্ণ চন্দ্র দাসের( প্রথম আলো) বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা কুরুচিপূর্ণ পোস্ট করাসহ দৈনিক আমার দেশ অনলাইন ভার্সনে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে ক্লাবের কনফারেন্স হলে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি এম হেদায়েত,সাবেক সভাপতি এম সেকেন্দার হোসাইন,সহ-সভাপতি খাইরুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কাইয়ুম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক,সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক শেখ সালাউদ্দীন, প্রচার সম্পাদক সঞ্জয় চৌধুরী,সিনিয়র সদস্য মীর মোঃ দিদারুল হোসেন টুটুল, তালুকদার নির্দেশ বড়ুয়া, ইকবাল হোসেন রুবেল,এস এম ইকবাল হোসাইন,মীর মামুন এবং উপস্থিত ছিলেন দপ্তর সম্পাদক আবুল খায়ের,কামরুল ইসলাম দুলু,সাইদুল ইসলামসহ সকল সদস্য সাংবাদিকবৃন্দ।
সভাপতি সৈয়দ ফোরকান আবু তার বক্তৃতায় বলেন, কিছু অপ-সাংবাদিক প্রেসক্লাবের নির্বাচনে হেরে গিয়ে ক্লাবের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র করে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে তাদেরকে বহিষ্কার করা হয়।কিন্তু তাদের ষড়যন্ত্র বন্ধ না করে ধারাবাহিকভাবে তারা একের পরে সাংবাদিকদের বিরুদ্ধেসহ মিথ্যা তথ্য দিয়ে বিভিন্ন দলীয় নেতাদের বিরুদ্ধে নিউজ করে যাচ্ছে।সর্বশেষ তারা গত কয়েক দিন ধরে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার জন্য তারা একটি ইস্যুকে কেন্দ্র করে কল্পকাহিনী সাজিয়ে
আমাদের ৩ হিন্দু সাংবাদিককে ইসকন আখ্যায়িত করে বিভিন্ন প্রভাকান্ড চালিয়ে যাচ্ছে।তারা আগামী ১৬ আগষ্ট শুভ জম্মঅষ্টমী পূঁজাকে নৎস্যা করার জন্য এই সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে পায়তারা করছে।
আমি কুচক্রীদের প্রতি হুঁশিয়ারী উচ্চারণ করে এই মিথ্যা প্রবাগান্ডা ও মিথ্যা নিউজ প্রকাশের নিন্দা প্রতিবাদ জানাচ্ছি।
WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply