স্বপন কুমার রায়-
খুলনার দাকোপের বাজুয়া-খুটাখালী ঐতিহ্যবাহী আর্য্য হরিসভার আয়োজনে শ্রীশ্রী কৃষ্ণ জন্মাষ্টমী মহাধুমধাম ও উৎসব মূখর পরিবেশে আজ ১৬ আগষ্ট শনিবার ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের জন্মাষ্টমী শুরু হয়েছে।এলক্ষে একটি বণাঢ্য শোভাযাত্রা বাদ্যযন্ত্র সহকারে আর্য্যহরি সভার মহাপরিচালক সরোজিত কুমার রায় ও সাধারন সম্পাদক প্রবীর রায় বাপী সহ হরিসভার কার্যনির্বাহী কমিটির সকল নেতৃবৃন্দ ও সদস্যরা এলাকার সকল শিক্ষা প্রতিষ্ঠান ও সকল ভক্ত বৃন্দের সহযোগিতায় বণাঢ্য শোভাযাত্রাটি এলাকার বিশেষ বিশেষ সড়ক পরিদর্শণ শেষে আর্য্য হরিসভা অঙ্গনে এসে শেষ হয় এই প্রবিত্র দিনটি শুধুমাত্র একটি উৎসব নয়,বরং এটি আমাদের জীবনে ভগবান শ্রী কৃষ্ণের দিব্যশক্তি ও প্রেমের আলো ছড়িয়ে দেয়। শনিবার ১৬ আগস্ট সনাতন ধর্মাবম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শুভ জন্মষ্টমী সনাতন হিন্দু ধর্মের প্রবক্তা ও প্রাণ পুরুষ মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি।দ্বাপর যুগের শেষভাগে মথুরা নগনীর অত্যাচারী রাজা কংসের কারাগারে বন্দি দেবকী ও বাসুদেবের কোলেই জন্ম নেন তিনি।ঐতিহাসিকদের ধারণা, খৃস্টপুর্ব ৯০০-১০০০ সালের মধ্যে শ্রীকৃষ্ণের আর্বিভাব ঘটে যখন বিশ্ব পাপ ও আরজকতায় আচ্ছন্ন ছিল।মানবজাতিকে রক্ষার জন্য অবতীর্ণ হয়ে শ্রীকৃষ্ণ জীবন ও ন্যায়ের অনন্য উদহনণ রেখে গেছেন।তাঁর বাণী যুগে যুগে মানুষকে শিখিয়েছে -অন্যায়কে পরাভূত করে শান্তি প্রতিষ্ঠার পথ।
WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply