জসিম উদ্দীন ফারুকী ,বিশেষ প্রতিনিধিঃ
চন্দনাইশে উদ্যোক্তা ফাউন্ডেশনের উদ্যোগে চন্দনাইশ ফুড ফেস্টিভ্যাল-২৫ এ অংশগ্রহণকারী উদ্যোক্তাদের মাঝে সনদ বিতরন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল ১১ টায় চন্দনাইশ সদরস্থ নিউ মার্কেটের হলরুমে অনুষ্ঠিত সভা ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজিব হোসেন। প্রধান বক্তা ছিলেন, চন্দনাইশ উদ্যোক্তা ফাউন্ডেশনের উপদেষ্টা বিশিষ্ট শিল্পপতি শফিকুল ইসলাম রাহী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চন্দনাইশ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও চন্দনাইশ উদ্যোক্তা ফাউন্ডেশনের অন্যতম পৃষ্ঠপোষক শিল্পোদ্যক্তা মোঃ জাহাঙ্গীর আলম, চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ কমরুদ্দিন, সাধারণ সম্পাদক খালেদ রায়হান, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম রুবেল, উদ্যোক্তা ফাউন্ডেশনের পরিচালক সাংবাদিক এম জিয়া উদ্দিন, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক এম হেলাল উদ্দিন নিরব, সাংবাদিক শিবলী সাদেক কফিল। এছাড়াও উদ্যোক্তা ফাউন্ডেশনের কর্মকর্তা ও সদস্যবৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
WWW.DESHYNEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply