
জসিম উদ্দীন ফারুকী, বিশেষ প্রতিনিধিঃ
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডস্থ হাছনদণ্ডী দেওয়ান হাট এলাকায় ‘দেওয়ানহাট পশ্চিম জামে মসজিদ’ এর সহকারী ইমাম হিসেবে বিগত ৮ বছর ধরে মসজিদের খেদমত করে আসছেন হাছনদন্ডী এলাকার মৃত মাওলানা জমির উদ্দিন এর ছেলে মাওলানা মহিউদ্দিন ফারুক।
গত ২২ আগস্ট জুমার নামাজের আগে মসজিদ পরিষ্কার-পরিচ্ছনতার কাজ করার সময় ছাদ পরিষ্কার করতে গিয়ে অসাবধানতাবশত পা পিছলে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন মাওলানা মহিউদ্দিন ফারুক। পরদিন ২৩ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।
তাঁর মৃত্যুর পর তাঁর ১১ বছর বয়সী ছেলে আবতাহী ও ৭ বছর বয়সী মোস্তাকিম এবং ২ বছর বয়সী মেয়ে আকছাকে নিয়ে মানবেতর যীবন যাপন করছেলিন মরহুম মহিউদ্দিন ফারুকের স্ত্রী। তাঁর দুইটি ছেলে স্থানীয় হেফজখানায় পড়ছেন পবিত্র কুরআনের হাফেজ হওয়ার লক্ষ নিয়ে।
মরহুম মাওলানা মহিউদ্দিন ফারুকের পরিবারকে একটু স্বস্তি দিতে দুবাইতে কর্মরত ৪ নম্বর ওয়ার্ডের কয়েকজন মানবিক প্রবাসী সহযোগিতার হাত বাড়িয়ে দেন। তাঁদের সম্মিলিত অনুদানের অর্থ দিয়ে একটি ব্যাটারি চালিত অটোরিকশা ক্রয় করা হয় মহিউদ্দিন ফারুকের পরিবারের জন্য।
শুক্রবার (১০ অক্টোবর) বিকালে মরহুম মাওলানা মহিউদ্দিন ফারুকের দুই ছেলে আবতাহী ও মোস্তাকিমের হাতে অটোরিকশার চাবি হস্তান্তর করা হয়। এসময় উপস্থিত ছিলেন- প্রবাসী মো. মামুন, মো. সেলিম, মো. জালাল, মো. হাসান, মো. মিজান, জাহেদ, পারভেজ, আদিল ও মহিউদ্দিন ফারুকের ভাই নুরুদ্দীন ইউনুস প্রমূখ।
WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply