
বিশেষ (সুনামগঞ্জ) প্রতিনিধি:
বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ) ছাতক উপজেলা কমিটির অভিষেক অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে ছাতকের গোবিন্দগঞ্জ পয়েন্টে এই অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ)-এর নবনির্বাচিত সভাপতি খালেদুজ্জামান এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কয়েছ উদ্দিন এর সঞ্চালনায় পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমবিএফ সিলেট বিভাগীয় কমিটির সহ-সভাপতি, কবি, সাহিত্যিক ও কলামিস্ট এম. এ. হান্নান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—
বিএমবিএফ সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক ও সেন্ট্রাল অর্গানাইজার বাবু মনোরঞ্জন তালুকদার,
সিলেট জেলা কমিটির সভাপতি আলহাজ্ব আশরাফুর রহমান চৌধুরী,
সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সবুজ বিশ্বাস,
অর্থ সম্পাদক ইব্রাহিম আলী,
ছাতক উপজেলা কমিটির নবনির্বাচিত সহ-সভাপতি ও ইউপি সদস্য হোসাইন আহমদ লনি,
এবং সাংবাদিক সাকির আমিন প্রমুখ।
বক্তারা মানবাধিকার রক্ষা, সমাজে ন্যায় প্রতিষ্ঠা এবং মানবিক মূল্যবোধ বিকাশে বিএমবিএফ-এর সক্রিয় ভূমিকা আরও জোরদার করার আহ্বান জানান।
শেষে নবনির্বাচিত কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা ও কেক কেটে অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়।
WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply