কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ডঃ
আসন্ন সারদীয় দূর্গোৎসব সুষ্ঠুভাবে সমপন্ন করতে নতুন করে উপজেলা ও পৌরসভা পুজা কমিটি গঠন করা হয়েছে।
এ উপলক্ষে এস জরুরী সভা পৌরসভা মিলনায়তনে মনোজ কুমার নাথের সভাপতিত্ব ১৩ আগষ্ট সকাল ১১ টায় অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় উপজেলা ও পৌরসভার রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্হিত ছিলেন,প্রধান অতিথি সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহবায়ক ডাক্তার কমল কদর, বিশেষ অতিথি
পৌর বিএনপির আহবায়ক জাগির হোসেন,সদস্য সচিব ছালে আহমদ সলু,পৌর বিএনপির সাবেক সেক্রেটারী ও সাবেক কমিশনার সামছুল আলম আজাদ। সভাপতিত্ব করেন,বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ সীতাকুণ্ডের উপদেষ্টা জিতেন্দ্র নারায়ন নান্টু।
আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে
উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি অমলেন্দু কনক,সাধারণ সম্পাদক বাবুল বাহাদুর শাশ্রী সাংগঠনিক সম্পাদক পুজন দে। পৌর পুজা উদযাপন কমিটির সভাপতি সুজন মল্লিক,সাধারণ সম্পাদক পাবন কৃষ্ণ দাশ,সাংগঠনিক সম্পাদক মোহন পাল কে নির্বাচিত করা হয়েছে। উভয় কমিটি অন্যান্য পদের নেতৃবৃন্দ কে নির্বাচিত করবেন বলে সিদ্ধান্ত গৃহীত হয়।
বক্তারা বলেন,আসন্ন দূর্গাপুজা,মনসা পুজা,জন্মাষ্টমী উদযাপন কালে সকল প্রকার অপরাধ মুক্ত পরিবেশ সৃষ্টি করা হবে,কোন নেশা পান চলবেনা,নারীদের উত্যক্ত করা যাবেনা,পুজা মন্ডপগুলো থাকবে সম্পূর্ন নিরাপত্তার বেষ্টনীর মধ্যে।
কেউ আইনশৃঙ্খলা ভঙ্গকরলে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করা হবে।এতে কারো সুপারিশ চলবেনা।
WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply