কাইয়ুম চৌধুরীঃ
জেলা প্রশাসন ও জেলা কর্মস্থান- জনশক্তি অফিস চট্টগ্রাম এর আয়োজনে রেমিট্যান্স যোদ্ধা দিবস ২০২৫ ও জুলাই বিয়ন্ড বর্ডার উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও সম্মাননা প্রদান অনুষ্ঠান জেলা কর্মস্থান -জনশক্তি অফিস চট্টগ্রামের সম্মেলন কক্ষে ৩৩জুলাই(২রা আগস্ট )অনুষ্ঠিত হয়েছে ।
জেলা কর্মস্থান ও জনশক্তি অফিস চট্টগ্রাম এর সহকারী পরিচালক মাহেন্দ্র চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের প্রতিনিধি সহকারী কমিশনার জাকিয়া মুমতাহিনা।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমাদের প্রবাসীরা বিশেষত যারা মধ্যপ্রাচ্যে অবস্থান করছেন, তারা নানা প্রতিকূল পরিবেশে অত্যান্ত কষ্টসাধ্য পরিশ্রম করে স্বল্প বেতনে জীবিকা নির্বাহ করে তাদের কষ্টার্জিত রেমিট্যান্স দেশে পাঠাচ্ছেন। সরকার তার সক্ষমতা অনুযায়ী প্রবাসীদের জন্য বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করছেন।
প্রবাসীদের বিভিন্ন হয়রানি ও ভোগান্তির কথা উল্লেখ করে দ্রুত সমাধানের জন্য জেলা প্রশাসনে স্থাপিত প্রবাসী কল্যাণ ডেক্সের কথা বলেন। সবাইকে বৈধ চ্যানেলের মাধ্যমে রেমিট্যান্স দেশে পাঠানোর জন্য প্রবাসীদেরকে অনুরোধ জানান।
প্রধান অতিথি তার বক্তব্যে আরো বলেন, জুলাই ২০২৪ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে প্রবাসীদের ভূমিকা ছিল অত্যন্ত প্রশংসনীয়, বিশেষত সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত প্রবাসীদের ভূমিকা ।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক হাসান মোহাম্মদ সাহারিয়া, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সহকারী পরিচালক মো. এনায়েত উল্লাহ।
অনুষ্ঠানে চট্টগ্রামের সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারী একজন পুরুষ ও একজন মহিলাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানের শুরুতে জুলাই ২০২৪ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং নীরবতা শেষে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় ।
WWW.DESHYNEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply