সীতাকুণ্ড প্রতিনিধিঃ
সীতাকুণ্ড প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক কালেরকন্ঠ ও পূর্বকোণ প্রতিনিধি সৌমিত্র চক্রবর্তী, সাধারণ সম্পাদক ও দৈনিক জনকণ্ঠ প্রতিনিধি লিটন চৌধুরী ও সদস্য দৈনিক প্রথম আলো প্রতিনিধ কৃষ্ণ চন্দ্র দাসের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশ ও সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির অপচেষ্টার বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার ওসি মজিবুর রহমানের সাথে সীতাকুণ্ড প্রেস ক্লাব নেতৃবৃন্দ আজ মঙ্গলবার বিকেলে অফিস কার্যালয়ে সৌজন্যে সাক্ষাতে মিলিত হন।
সাক্ষাৎকালে থানার ওসি মুজিবুর রহমান বলেন, শান্তপ্রিয় সীতাকুণ্ডে কেউ যেন অশান্তি সৃষ্টির পায়তারা না করে এবং সীতাকুণ্ডে সম্প্রদায়িক সম্প্রীতি কেউ যেন বিনষ্ট করতে না পারে সে জন্যে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান।
আগামী ১৬ আগস্ট হিন্দু সম্প্রদায়ের জন্মষ্টামী অনুষ্ঠানকে কেন্দ্র করে কেউ যাতে মব সৃষ্টি করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে না পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখা হয়েছে। কেউ গোলা পানিতে মাছ শিকারের সুযোগ নেই বলে হুঁশিয়ারি করেন তিনি ।
WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply