
বিশেষ সংবাদদাতাঃ
হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে সন্ত্রাসী কায়দায় নিরীহ মহিলার ঘর ভাংচুর করার কারণে ১৫ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে ভূক্তভোগী বিবি রহিমা বেগম চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মলনের মাধ্যমে জানিয়েছেন।এ ঘটনায় ৪ জন আহত হয়েছে।
রবিবার দুপুর ১টায় চট্টগ্রাম প্রেস ক্লাব ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে বিবি রহিমা লিখিত বক্তব্যে বলেন, সন্ত্রাসী, ধান্ধাবাজ, ভূমিদস্যু ও পরধন লোভী সীতাকুণ্ড উপজেলাধীন মাদামবিবির হাট এলাকার ত্রাস জামায়াত নেতা কুতু্ব উদ্দিন শিবলীর নির্দেশে মহামান্য হাইকোর্টের ষ্ট্রে অর্ডার নিষেধাজ্ঞা থাকার পরও সাঈদ শাহরিয়ার ইকবাল ও অলিউল্লাহ সুমনের নেতৃত্বে ৩০-৪০ জন সন্ত্রাসী আমার ঘর ভাঙচুর এবং ঘরের উত্তর পাশে ৪৪ ফুট লম্বা দেয়াল ভেঙ্গে মাটির সাথে মিশিয়ে দেয়। সন্ত্রাসীরা আমার ঘর ভাঙচুর করা শুরু করলে এতে আমিসহ আমার মেয়ে রেনেসাঁ আইমন নাদিয়া, শারমিন আক্তার দিশা, আমার স্বামী লোকমান ও আমার ছেলে ইফতেখার বাধা দিলে শিবলী আমার ছেলেকে মারধর করে।তার পিতা তাকে বাঁচাতে এগিয়ে গেলে শিবলীর ভাড়া করা নুরুদ্দিন তাকেও মারধর করে।
শিবলীর ছোট ভাই ওয়ার্ড ছাত্র লীগের সেক্রেটারি আরাফাত রহমান রুবেল আমার মেয়ে সাদিয়াকে অশ্লীল ভাষায় গালাগালি করে এবং জানে মেরে ফেলার হুমকি দেয়। আমার ভাই সাংবাদিক মাহমুদুল হকের ছেলে মাশহুদুল হক অপি প্রতিবাদ করলে তাকেও ধাক্কা দেয়।মূলত শিবলী আমার কাছ থেকে আমার ঘরসহ জায়গা খরিদ করতে না পেরে এবং সরকারী রাস্তার অজুহাত তুলে আমাকে উচ্ছেদ করার উদ্দেশ্যে এধরনের সন্ত্রাসী ঘটনা ঘটায়। বিগত আওয়ামী সরকারের আমলে আমার বড় ভাই সীতাকুণ্ড প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও দৈনিক সংগ্রামের সীতাকুন্ড প্রতিনিধি মাহমুদুল হক মারা যাওয়ার পর থেকে আমার জায়গাটি নিয়ে শুরু হয় ষড়যন্ত্র।

চট্রগ্রাম প্রেসক্লাবে প্রেসকনফারেন্সে উপস্থিত সাংবাদিকগণ
তৎকালীন ওয়ার্ড ছাত্রলীগের সেক্রেটারি আরাফাত রহমান রুবেল আওয়ামী ভূমিদস্যুদের সাথে জড়িত হয়ে আমার দখলে থাকা ২ ফুট জায়গাসহ আমার ঘর থেকে আমাকে উচ্ছেদ করার পায়তারা করে ছিল। তখন আমি বাধ্য হয়ে সরকার দপ্তরের প্রধানদের বিবাদী করে বর্তমানে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এডভোকেট সাইফুর রহমানের মাধ্যমে মহামান্য হাইকোর্টে আমি রিটপিটিশন দায়ের করি। রিট পিটিশন নং-১৭৭৫/২০২০ইং। রিট পিটিশন দাখিলের সময় বিবাদী করা হয় ১) ল্যান্ড মন্ত্রণালয়ের সচিব, ২) ডেপুটি কমিশনার চট্টগ্রাম, ৩) সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার, ৪) সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনার (ভূমি), ৫) সার্ভেয়ার ভূমি অফিস সীতাকুণ্ড, ৬) ভাটিয়ারী ইউনিয়ন পরিষদ, সীতাকুণ্ড।
এরপর মহামান্য হাইকোর্ট মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আমাকে উচ্ছেদ না করার জন্য উক্ত জায়গার উপর সরকারের বিরুদ্ধে ” স্ট্রে অর্ডার ” নিষেধাজ্ঞা জারি করেন নিষেধাজ্ঞার মেয়াদ ১৫/১১/২৫ইং পর্যন্ত স্থগিত। বিবি রহিমা বলেন,থানায় দায়ের করা আমার অভিযোগের ভিত্তিতে আমার ঘর ভাঙ্গার আগের দিন শনিবার ভাটিয়ারী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি জমির উদ্দিন জমির স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিমাপ করা হয়।পরবর্তীতে থানায় আরেকটি বৈঠকের মাধ্যমে সমস্যার সমাধান করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়।কিন্তু সন্ত্রাসী শিবলী সে সিদ্ধান্ত না মেনে পরদিন বৃহস্পতিবার আমার ঘরের উত্তর পাশে ৪৪ ফুট লম্বা সম্পূর্ণ ওয়াল ভেঙ্গে মাটির সাথে মিশিয়ে দেয়।সন্ত্রাসীরা আমার ঘরের আসবাবপত্র ভাঙচুর লুটপাট এবং নেভিগেশন ইকুইপমেন্ট লুটপাট করে নিয়ে যায়।

ঘরটি ভেঙ্গে ফেলার পরের দৃশ্য
এতে আমার ১৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়।আমি বাংলাদেশ সরকার, জেলা পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার (সীতাকুণ্ড সার্কেল)সহ থানার ওসির কাছে মহামান্য হাইকোর্টের আদেশ অমান্যকারী সন্ত্রাসী কুতুব উদ্দিন শিবলী, আরাফাত রহমান রুবেল, সাঈদ শাহরিয়ার ইকবাল,অলিউল্লাহ সুমনসহ অজ্ঞাতানামা সন্ত্রাসীদের গ্রেপ্তার পূর্বক আইনের আওতায় আনার জন্য অনুরোধ জানাচ্ছি।
WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply