সীতাকুণ্ড প্রতিনিধিঃ
সীতাকুণ্ডের দক্ষিন বাইপাস বাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই গাড়ীর চালককেই মূমুর্ষ অবস্হায় পুলিশ,জনতা উদ্ধার করে হাসপাতাল পাঠিয়েছেন।পুলিশ জানায় বাসের চালক কে অজ্ঞান অবস্হায় উদ্ধার করে হাসপাতাল পাঠানো হয়েছে তবে কাভার্ডভ্যানের চালক দুপায় থেতলে গেছে।
পুলিশ জানায়, কাভার্ডভ্যানটি চট্টগ্রঅম মুখী ছিল,বাসটি ঢাকা মুখি,বাসটি কেন ঘুরে চট্টগ্রাম মুখি বাইবাসে ঢোকে পড়ে কাভার্ডভ্যানের স্থে মুখোমুখি সংঘর্ষ হলে দুই হাড়ীর চালকই গুরুত্বর আহত হয়,তারা আটকে গেলে অনেক কষ্টে তাদের কে উদ্ধার করে দ্রুত প্রথমে সীতাকুণ্ড পরে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়।
WWW.DESHYNEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply