কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ডঃ
বিএনপির সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও চট্গ্রাম উত্তর জেলার জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব অধ্যাপক আসলাম চৌধুরীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে সীতাকুণ্ড উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গ সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
১৯ আগস্ট ২০২৫ তারিখ রাত ৯ টায় উপজেলা বিএনপির আহবায়ক ডা. কমল কদরের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রসঙ্গত, ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের আমলে স্ট্যান্ডার্ড ব্যাংকের একটি মামলায় ব্যাংকের পক্ষ থেকে করা আবেদনের প্রেক্ষিতে চট্টগ্রাম অর্থ ঋণ আদালত-১ এর বিচারক জনাব মো. হেলাল উদ্দিন অধ্যাপক আসলাম চৌধুরী ও তার স্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
এ ঘটনার পর সীতাকুণ্ডে নেতাকর্মীরা রাস্তায় নেমে প্রতিবাদ জানান।
সমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক সদস্য ও সীতাকুণ্ড পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাউন্সিলর এ কে এম শামসুল আলম আজাদ, সীতাকুণ্ড পৌরসভা বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মোহাম্মদ সারোয়ার হোসাইন লাভলু, সীতাকুন্ড পৌরসভার শ্রমিক দলের সভাপতি মোঃ সাদেক, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মামুন রেজা, সদস্য সচিব ও সীতাকুণ্ড পৌর সদর ব্যবসায়ী ও দোকান মালিক সমিতির কার্যনির্বাহী সদস্য মো. মহিদুল আলম আবির, পৌরসভা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফরহাদ হোসেন রিফাত ও পৌরসভা ছাত্রদলের সাবেক যুগ্ন আহবায়ক মো. রেজাউল করিম রেজা, পৌরসভা যুবদলের নেতা মো. মেহেদী হাসান জনি প্রমুখ।
বক্তারা বলেন, অধ্যাপক আসলাম চৌধুরী স্বৈরাচারী শেখ হাসিনার বিগত ১৬ বছরের দুঃশাসনে বারবার কারা নির্যাতনের শিকার হয়েছেন। সর্বশেষ তিনি গত ২০ আগস্ট ২০২৪ তারিখে দীর্ঘ সাড়ে আট বছরের কারাবরণ শেষে মুক্তি পান। আগামীকাল তার মুক্তির এক বছর পূর্ণ হবে। এর ঠিক আগমুহূর্তে শত্রুপক্ষের প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাবে একটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
বক্তারা আরও বলেন, লায়ন অধ্যাপক আসলাম চৌধুরী জননন্দিত ও জনপ্রিয় হওয়ায় রাজনৈতিক প্রতিহিংসার অংশ হিসেবেই এ ধরনের ষড়যন্ত্র করা হচ্ছে।
সীতাকুণ্ড উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গ সংগঠনের পক্ষ থেকে এ গ্রেফতারি পরোয়ানা জারিকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয় এবং অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানানো হয়।
WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply