জসিম উদ্দীন ফারুকী, বিশেষ প্রতিনিধিঃ
চন্দনাইশে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে সাতকানিয়ার শীর্ষ মাদক কারবারিকে মাদকসহ গ্রেফতার করা হয়েছে। সাতকানিয়া থানাধীন চর খাগরিয়া এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশসহ যৌথ বাহিনীর বিশেষ অভিযানে ৬১৮ পিস ইয়াবা ও ১২৬ গ্রাম গাজাসহ মো. পেয়ারু (৪০) নামে শীর্ষ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। সে সাতকানিয়া উপজেলার চরখাগরিয়া চেয়ারম্যানপাড়া ৩নং ওয়ার্ডের নজি মিয়ার ছেলে।
সোমবার (১৮ আগস্ট) রাত ১১টার দিকে চন্দনাইশ উপজেলার সাতকানিয়া থানাধীন এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চন্দনাইশ সেনাবাহিনীর ক্যাম্পের কর্মরত ক্যাপ্টেন ইবতিসাম জাওয়াদ দিয়াব নেতৃত্বে একদল সেনা সদস্য ও পুলিশ সদস্যসহ বিশেষ অভিযান পরিচালনা করে তাকে মাদকসহ আটক করা হয়।
সেনাবাহিনীর সূত্রে জানা গেছে, ধৃত মাদক কারবারিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সাতকানিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
চন্দনাইশ সেনাবাহিনীর ক্যাম্পের কর্মরত ক্যাপ্টেন ইবতিসাম জাওয়াদ দিয়াব জানান, আটক আসামি একজন চিহ্নিত মাদক কারবারি। আর্মির গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৬১৮ পিস ইয়াবা ও ১২৬ গ্রাম গাজাসহ মো. পেয়ারু (৪০) নামে শীর্ষ এক মাদক কারবারিকে আটক করা হয়। জব্দ করা মাদকসহ আসামিকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সাতকানিয়া থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও বলেন, মাদকবিরোধী অভিযান চলমান থাকবে এবং জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।
WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply