সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
সীতাকুণ্ডে জেলা প্রশাসকের সাথে সলিমপুর ইউনিয়নবাসীর নাগরিক সেবা নিয়ে দীর্ঘক্ষণ গণশুনানী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুর ১১টায় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ১০নং সলিমপুর ইউনিয়নবাসীর নাগরিক সেবা নিয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফখরুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আব্দুল্লাহ আল মামুনের পরিচালনায় গণশুনানী অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি ছিলেন,জেলা প্রশাসক ফরিদা খানম,বিশেষ অতিথি,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ সাদি উর রহিম জাদিদ, এছাড়া উপস্হিত ছিলেন,কৃষি কর্মকর্তা হাবিব উল্ল্যাহ, প্রাণী সম্পদ কর্মকর্তা কলল্লো বড়ুয়া, প্রকৌশলী আলমগীর বাদশা,প্রকল্প কর্মকর্তা জামিরুল ইসলাম ও সমাজসেবা কর্মকর্তা লুৎফুন্নেছা প্রমূখ
।
গণশুনানীতে জেলা প্রশাসক ফরিদা খানমের উপস্হিতিতে জনগণের পক্ষ থেকে ১৭ জন ভূক্তভোগী এলাকার ২৫টি সমস্যার কথা তুলে ধরেন। জেলা প্রশাসক বিভিন্ন সমস্যার কথা শুনে তাৎক্ষনিক কয়েকটি সমস্যার মধ্যে শ্মশানসহ দ্রুততম সময়ে এবং ৩ মাসের মধ্যে আরো কিছু সমস্যা সমাধান করে দেয়ার জন্য ইউএনওকে নির্দেশ দেন।এতে
জেলা প্রশাসক তার বক্তৃতায় বলেন, জঙ্গল সলিমপুরে যে তথ্য কেন্দ্রটি হওয়ার কথা ছিল তা তিনি তথ্য মন্ত্রণালয়ে লেখালেখি করলে মন্ত্রণালয় সেখানে তথ্য কেন্দ্র করবেন না এবং গুরুত্বপূর্ণ সমস্যা গুলোর মধ্যে জঙ্গল সলিমপুর এলাকায় বসবাসকারী ২ লাখ অধিবাসী যাতে তারা বাসচ্যুত না হয়,সে জন্য তিনি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট প্রধানকে লিখিত আকারে জানাবেন। একথা শুনে উপস্হিত জঙ্গল সলিমপুরবাসী উৎফুল্ল হয়ে ফরিদা খানমকে স্বাগত জানান।
তিনি আরো বলেন, ৫ আগষ্ট আমরা আরেকবার স্বাধীন হয়েছি। সুতরাং হত দরিদ্র অসহায় যারা কোন সমস্যায় আছেন তারা সরাসরি আমার কাছে চলে আসবেন এবং আমার সাধ্যমত যতটুকু সম্ভব সমস্যা সমাধানের চেষ্টা করবো ইনশাল্লাহ।
WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply