চন্দনাইশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী উদযাপন করেছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। চন্দনাইশ উপজেলা, চন্দনাইশ পৌরসভা, দোহাজারী পৌরসভা বিএনপি,যুবদল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে উপজেলার বরকলে বিএনপির অস্থায়ী কার্যালয়ে গত ৩০ মে শুক্রবার বিকালে প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানের ৪৪ তম শাহদাত বার্ষিকীর আলোচনাসভা দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য আলহাজ্ব মোক্তার আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় বিএনপির পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক প্রফেসর ডাঃ মহসিন জিল্লুর করিম। সাবেক উপজেলা বিএনপির সদস্য সচিব এম মোরশেদুল আলমের সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন, দোহাজারী পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক ওবাইদুর রহমান বাহাদুর। বিশেষ বক্তা ছিলেন, সাবেক জেলা শ্রমিক দলের সহ-সভাপতি ও সাতকানিয়া বিএনপি নেতা আসিফ সিকদার। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মাহাবুবুর রহমান, চন্দনাইশ পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক মাহাবুবুর রহমান চৌধুরী,সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক ওরশেদুর আলম চৌধুরী মিন্টু, সাবেক সদস্য সচিব সিরাজুল ইসলাম চৌধুরী, দোহাজারী পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব ইউনুচ রানা, বিএনপি নেতা যথাক্রমে ফজলুল কবির, নুরুল ইসলাম, জাহাঙ্গীর আলম,যুবদল নেতা জাহাঙ্গীর আলম ও জাগির হোসেন, সাবেক ছাত্রদল নেতা জয়নাল আবেদীন বাবুসহ বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে শহীদ জিয়াউর রহমান রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাতের পর তাবারুক বিতরণের মাধ্যমে আলোচনাসভার সমাপ্তি ঘটে। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানকে ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে দেশি-বিদেশি চক্রান্তে সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্যের হাতে শাহাদত বরণ করেছিলেন। এরপরও নানা চক্রান্ত শহীদ জিয়াকে ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টা করেছিল তা ব্যর্থ হয়েছে। সততা আর গণতন্ত্রের রূপকার ও দেশপ্রেমের কারণে জিয়া জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন তা কখনো মুছে ফেলতে পারবে না আর কেউ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একাত্তরে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ, মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার এবং জেড ফোর্সের প্রধান হিসেবে ব্যাপক খ্যাতি অর্জন করেন তিনি। মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য তাকে ‘বীরউত্তম’ খেতাব দিয়েছিল।
WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply