চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনাইছড়ি এলাকায থেকে ট্রাকসহ লুট হওয়া ১২টি কোরবানির গরু হাটে বিক্রয়ের জন্য আনা হলে সেখানে ভাটিয়ারী থেকে ১২ টি চোরাই গরু উদ্ধার করেছে সীতাকুণ্ড থানা পুলিশ।
গতকাল সোমবার মধ্য রাতে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের বিএসবিএ হাসপাতাল সংলগ্ন একটি খালি জায়গা থেকে লুট হওয়া গরুগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় তামিম নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
এর আগে গত ২৪ মে শনিবার রাতে চট্টগ্রাম নগরীরতে নিয়ে যাওয়ার সময় সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুরস্থ বগুলা বাজার এলাকায় দুর্বৃত্তরা গরু বোঝাই ট্রাকটিকে জিম্মি করে ১২ টি গরু লুট করে নিয়ে যায়। এ ঘটনায় গরুর মালিক রোববার (২৫ মে) দুপুরে থানায় অভিযোগ দাখিল করেন সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর জানায়, গত শনিবার ভোররাতে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনাইছড়ির বগুলাবাজার এলাকায় পিকআপ ভ্যানভর্তি ১২টি গরু লুট করে নিয়ে যায় ডাকাত দল। সোমবার রাত সাড়ে ১২টার দিকে প্রযুক্তির সহায়তায় ভাটিয়ারির বিএসবি হাসপাতালের সামনের খালি জায়গায় অভিযান চালিয়ে ১২টি গরু উদ্ধার করা হয়। এ সময় কোরবানির গরু লুটে জড়িত চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়।
উদ্ধারকৃত গরুগুলোর আনুমানিক মূল্য ২০ থেকে ২২ লাখ টাকা। গরুগুলো থানা হেফাজতে নেওয়া হয়েছে,আদালতের মাধ্যমে প্রকৃত মালিককে হস্তান্তর করা হবে। গ্রেফতারকৃত যুবককে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এব্যাপারে থানায় মামলা হয়েছে।
WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply