
সীতাকুণ্ড প্রতিনিধিঃ
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা বার আউলিয়ায় সুতা তৈরির কারখানা মার্স টেক্সটাইলে শ্রমিকদের বেতনসহ বিভিন্ন পাওয়ানা না দিয়ে কারখানা বন্ধ করার ষড়যন্ত্রের প্রতিবাদে ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক অবরোধ করেছে শ্রমিকরা।
১১অক্টোবর শনিবার বিকালে শ্রমিকরা বার আউলিয়া এলাকায় মহাসড়কে অবরোধ করে। এ সময় ঢাকা ও চট্টগ্রাম উভয় মুখী প্রায় ২০ কিলোমিটার সহাসড়ক যানজট সৃষ্টি হয়। গত বৃহস্পতিবার থেকে শ্রমিকরা তাদের পাওনার দাবীতে মিল গেইটে আন্দোলন করছেন। শনিবার দুপুরে কারখানার সামনে গিয়ে দেখা যায়, শত শত নারী পুরুষ শ্রমিক বিক্ষোভ করছে। দীর্ঘদিন ধরে মালিকপক্ষ শ্রমিকদের বেতন বন্ধ করে কারখানা বন্ধ করার অভিযোগ করছেন শ্রমিকরা।
গত কয়েকদিন ধরে নারী ও পুরুষ শ্রমিকরা কারখানার সামনে বিক্ষোভ করছেন। শ্রমিকরা জানিয়েছেন, মালিকপক্ষ কারখানায় শ্রমিকদের সাথে অমানবিক এবং নিষ্ঠুর আচরণ করছেন। কথায় কথায় বেতন কেটে নেওয়া, ছুটি চাইলে ছুটি না দিয়ে চাকরি থেকে বের করে দেওয়া, কোনো আত্নীয়-স্বজন মারা গেলে পর্যন্ত ছুটি না দেওয়া এবং বকেয়া বেতন চাইলে চাকুরী থেকে বের করে দেওয়াসহ নানা অভিযোগ করছেন।
কারখানার সামনে বিক্ষোভ শেষে নারী-পুরুষ সাড়ে ৮শত শ্রমিক এ আন্দোলনে অংশ নেয়। সানজা রানী দাশ নামে এক নারী শ্রমিক প্রতিনিধকে জানান, আমি এ কারখানায় কাজ করছি প্রায় ১০ বছর যাবত। মালিক পক্ষ চরম নির্যাতন করছে। ঠিকমতো বেতন দেয় না, রাতের ডিউটি করলে কোন প্রকার নাস্তার বিল দেয় না। সামান্য কারণে বেতন কেটে নেয়। দুইমাস ধরে বেতন নাই। মানবতার জীবন যাপন করছি আমরা। মালিক পক্ষ যদি মিল চালাতে না পারে বন্ধ করে দিবে তবে আমাদের সকল পাওনা পরিশোধ করতে হবে। বিশিষ্ট শ্রমিক নেতা মোহাম্মদ আলী বলেন, কারখানা কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে শ্রমিকদের উপর নির্যাতন করছে। মাসের পর মাস বেতন বন্ধ, বিভিন্ন সুযোগ সুবিধা বন্ধ, শ্রমিকরা মানবতার জীবন যাপন করছে। প্রতিবাদ করলে চাকরি থেকে বের করে দেওয়া হয়। শ্রম আইনের কিছুই মানা হয়না এখানে। মালিক তার সমস্যার কারণে কারখানা বন্ধ করে দিক কোন সমস্যা নেই কিন্তু শ্রমিকদের সকল পাওনা পরিশোধ করতে হবে। শ্রমিকদের আন্দোলনের সাথে একাগ্রতা প্রকাশ করে কারখানা প্রঙ্গণে সভায় বক্তব্য রাখছে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র চট্টগ্রাম জেলা কমিটির সম্পাদক, চট্টগ্রাম জেলার লেবার কোর্টের সদস্য কমরেড মশিউরদৌলা, সদস্য মাহবুবুল হক চৌধুরী, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র ফৌজদারহাট- বাড়বকুণ্ড শিল্প জুনের সহ-সভাপতি কমরেড এড. জহির উদ্দিন মাহমুদ।
WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply