সীতাকুণ্ড প্রতিনিধিঃ
চট্টগ্রামের সীতাকুণ্ডে বারৈয়ারঢালা ইউনিয়নের লবণাক্ষ সী রোড়ে ভারী বর্ষণ ও জলাবদ্ধতার কারণে বিভিন্ন স্থানে ভেঙ্গে যায়। যার কারণে এই সড়ক ব্যবহারে দুর্ভোগ পোহাতে হচ্ছে ৪০-৫০ হাজার মানুষ। শুধু তাই নয় এই সড়ক ব্যবহার করা কোমলমতি স্কুল, কলেজ ও মাদ্রাসার বিভিন্ন শিক্ষার্থীরা পড়েছেন চরম দুর্ভোগ। যার কারণে দীর্ঘ পথ পায়ে হেঁটে যেতে হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান। হাজার হাজার মানুষের জনদুর্ভোগ লাঘবে সাধারণ মানুষের যাতায়াতের উপযোগী করতে জামায়াতের অর্থায়নে কাঠের সেতু নির্মাণ করা হয়। এ সেতু নির্মাণ করার সময় স্থানীয় ও বিভিন্ন গাড়ি চালকরা শ্রম দিয়ে সহযোগিতা করেন। সোমবার সকাল থেকে সেতুটি নির্মাণ কাজ শুরু হলেও বিকেল বেলা শেষ হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, লবণাক্ষ সী রোডের পাশেই বয়ে গেছে লবণাক্ষ খাল। এই খালটি ২০-২৫ বছর ধরে কোন সংস্কার হয়নি। যার কারণে অল্প বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এছাড়াও জলাবদ্ধতার কারণে তিন ফসলি জমিগুলো অনাবাদি হয়ে পড়ে আছে। খাল দিয়ে পানি নিষ্কাশন ব্যবস্থা ঠিক না থাকার কারণে বর্ষা এলেই জলাবদ্ধতার কারণে এই সড়ক ব্যবহারকারীরা জনদুর্ভোগে পড়ে চরমে।
স্থানীয় সিএনজি ড্রাইভার মহিউদ্দীন , ভারী বর্ষণের কারণে সড়ক ভেঙে যাওয়ায় দীর্ঘদিন ধরে এই সড়ক দিয়ে গাড়ি চলাচল বন্ধ রয়েছে। যার কারণে অনেক দূর হয়ে বিকল্প পথে গাড়ি চালাতে হচ্ছে। জ্বালানি খরচ বেশি হওয়াতে সিএনজি চালিয়ে সংসার খরচ চালানোর কষ্টসাধ্য হয়ে পড়েছে।
তাহের মঞ্জু কলেজের শিক্ষার্থী এনি রানী শর্মা বলেন, দীর্ঘদিন এই সড়কটি ভারী বর্ষণে ভেঙ্গে যাওয়ার কারণে কলেজ যাতায়াতে চরম দুর্ভোগে পোহাতে হচ্ছে। এই সড়ক দিয়ে গাড়ি চলাচল বন্ধ থাকার কারণে দীর্ঘ পথ হেঁটে কলেজে আসতে হয়।
কাঠের সেতু নির্মাণ কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সীতাকুণ্ড উপজেলা সভাপতি মুঃ মিছবাহুল আলম রাসেল।এই সময় তিনি বলেন,
লবণাক্ষ সী রোড়টি ভারী বর্ষণ ও জলাবদ্ধতার কারণে বিভিন্ন জায়গায় ভাঙ্গন ও বড় বড় গর্ত সৃষ্টি হয়। যার কারনে একেবারে ব্যবহারে অনুপযোগী হয়ে পড়ে। যার কারণে দুর্ভোগে পড়েছে এই সড়ক ব্যবহারকারী প্রায় ৪০ থেকে ৫০ হাজার মানুষ। এই গ্রামের বাসিন্দারা দুর্ভোগ থেকে মুক্তি পেতে স্হানীয় জামায়াতের অর্থায়নে এলাকাবাসী ও বিভিন্ন পেশাজীবী মানুষের সহযোগিতায় একটি কাঠের সেতু নির্মাণ করে দেওয়া হয়েছে।
এ সময় আরো উপস্থিত ছিলেন যুব বিভাগ সীতাকুণ্ড উপজেলা সেক্রেটারী তৌহিদুল ইসলাম, আব্দুল রহমান, জসিম উদ্দিন রিপনসহ স্থানীয় নেতৃবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার মান্যগণ্য ব্যক্তি।
WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply