সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সীতাকুণ্ড প্রেসক্লাবের দুই সদস্যকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে। গত শুক্রবার (১০ মে ) রাতে প্রেসক্লাবের সভাপতি সৈয়দ ফোরকান আবু ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কাইয়ুম চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
বহিষ্কৃত দুই সদস্য হলেন,মো.জহিরুল ইসলাম ও মো.জাহাঙ্গীর আলম মাষ্টার।
সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সৈয়দ ফোরকান আবু বলেন, বহিষ্কৃত দুই সদস্য একের পর এক সংগঠনের শৃঙ্খলা ভঙ্গ করে নানা ধরনের অপকর্ম চালিয়ে যান। সর্বশেষ তারা কতিপয় বহিরাগত সন্ত্রাসী নিয়ে প্রেসক্লাব দখলের মত অপরাধ কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। তাদের দু’জনের কর্মকাণ্ড ক্লাবের গঠনতন্ত্র বহির্ভূত। যা দৃষ্টতা ও দায়িত্বহীনতার চূড়ান্ত বহিঃপ্রকাশ হিসেবে ফুটে উঠেছে। তাই গত ৭ মে সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে তাদের দু’জনকে স্থায়ী বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত হয়। পাশাপাশি বহিষ্কৃত দুই সদস্যের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য সুপারিশ করেন সদস্যরা।
সীতাকুণ্ড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কাইয়ুম চৌধুরী বলেন,সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রেস ক্লাবের গঠনতন্ত্র অনুচ্ছেদ-১৬ (১৪ ধারা) মতে দুই সদস্যকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কার আদেশের অনুলিপি চট্টগ্রাম প্রেসক্লাব,উপজেলা নির্বাহী কর্মকর্তা,সহকারী কমিশনার (ভূমি),সরকারি পুলিশ সুপার (সীতাকুণ্ড সার্কেল) ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবরে প্রেরণ করা হয়েছে।
WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply