সীতাকুণ্ড( চট্টগ্রাম) প্রতিনিধিঃ
গাজীপুরে মসজিদের ইমাম ও ইসলামী ছাত্রসেনা নেতা মুহাম্মদ রইস উদ্দিন হত্যার ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে টানা কর্মসূচির অংশ হিসেবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের সোনাইছড়ি,ভাটিয়ারী ইউনিয়ন এলাকায় পালিত হয়েছে অবরোধ।
৫মে সোমবার সকাল ১০টা থেকে শুরু হওয়া এ অবরোধ চলে দুপুর ১২টা পর্যন্ত।
সরেজমিনে দেখা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের সোনাইছড়ি বগুলা বাজার, কদমরসুল, ভাটিয়ারী এলাকায় ‘সর্বস্তরের সুন্নি জনতা’ ব্যানারে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানায় অবরোধকারীরা। সকাল ১০টায় মহাসড়ক অবরোধ করেন কয়েকশ সুন্নি সমর্থক। এ সময় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ ১০ কিলো মিটার লম্বা যানজট সৃষ্টি হয়। তবে ১২টার পর যান চলাচল স্বাভাবিক হয়।
পরে দুপুর ১২টার পর অবরোধ শেষ করে এক বিক্ষোভ মিছিল করে মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করেন তারা।
বারআউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মোমিন বলেন, কেএসআরএম, রয়েল সিমেন্ট গেট, বগুলা বাজার, কদমরসুল ও ভাটিয়ারী এলাকায় মহাসড়ক অবরোধ করেছেন আন্দোলনকারীরা । বিক্ষুব্ধ জনতাকে বুঝিয়ে সড়ক থেকে সরানোর চেষ্টা চলছে।
উল্লেখ্য, গাজীপুর মহানগরীর পূবাইলের হায়দরাবাদ আখলাছ জামে মসজিদের খতিব ও ইমাম মাওলানা রইস উদ্দিনকে গত ২৭ এপ্রিল শিশু বলাৎকারের মিথ্যা অভিযোগ এনে পূর্বশত্রুতার জেরে গাছের সঙ্গে বেঁধে মারধরের পর পুলিশের কাছে সোপর্দ করে একদল উৎশৃক্ষল লোক। পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। ওই রাতেই তার মৃত্যু হয় কারাগারে।
মৌলানা রইস উদ্দিন হত্যার প্রতিবাদে এবং জড়িতদের গ্রেপ্তারের দাবিতে গত কয়েক দিন ধরে বিভিন্ন এলাকায় বিক্ষোভ ও মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করছেন আহলে সুন্নাত ওয়াল জামাআত বাংলাদেশের নেতাকর্মীরা। এরই অংশ হিসেবে আজ সড়ক অবরোধের ডাক দেয় ইসলামী ছাত্রসেনা।
WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply