বিশেষ (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
সীতাকুণ্ডে রাস্তার জায়গা পরিমাপের সময় সাংবাদিক মাহমুদুল হকের ভগ্নিপতি, ভাগিনা ও ছেলের উপর হামলায় ৩ জন আহত হয়েছে।
আহত লসাংবাদিক মাহমুদুল হকের ছেলে জানায়,সীতাকুণ্ড থানায় দায়ের করা অভিযোগের ভিত্তিতে ৯নং ভাটিয়ারী ইউনিয়নের জাহানাবাদ মাদামবিবির হাট গ্রামের সরকারি রাস্তা পরিমাপের শেষ পর্যায়ে বাদী আমার ফুফু রহিমার সেমিপাকা ঘর ভেঙে ফেলার জন্য হট্টগোল শুরু হয় কুতুব উদ্দীন শিবলী। এ সময় কুতুবুদ্দিন শিবলীর ইন্ধনে ও উস্কানিতে রহিমার ছেলে ইফতেখার সাথে বাড়াবাড়ির এক পর্যায়ে শিবলীর ভাই ওয়ার্ড ছাত্রলীগের সেক্রেটারি আরাফাত রহমান রুবেল আমাদের প্রতি অশ্লীল ভাষায় গালাগালি শুরু করেন।এতে ইফতেখার প্রতিবাদ করলে শিবলীর ভাড়া করা লোক নুরুদ্দিন তাকে এলোপাথারী কিল ঘুষি লাথি মারতে থাকে এবং তার ডান চোখে নিচে ঘুষি মেরে নীলা ফুলা জখম করে।তাকে বাঁচানোর জন্য রহিমার স্বামী লোকমান এগিয়ে এলে শিবলীর উস্কানিতে ভাড়া করা নুরুদ্দিন ও জসিম তাকে এলোপাথারী কিল ঘুষি মারধর শুরু করে এবং জসিম তাকে ধাক্কা দিয়ে নর্দমাযুক্ত খাদায় ফেলে দেয়।লোকমানকে এলোপাথারী মারধরের ফলে লোকমানের বাম হাতের কনিষ্ঠ দুই আঙ্গুল মুচকে যায়।
এদিকে বাদী রহিমা বেগম বলেন,আজকের ঘটনাটি সম্পূর্ণ কুতুব উদ্দিন শিবলীর ইন্ধন ও উস্কানীতে হয়। সে সব সময় গায়ের জোড়ে আমাদের উপর হামলা করতে চায়।আমি তার কাছে জায়গা বিক্রি না করায় সে এলাকার জনগণকে বুঝায় আমার দখলে সরকারী রাস্তার জায়গা ৭ ফুট আছে।অথচ আজকের (বুধবার) পরিমাপে রাস্তার দক্ষিণ পাশে আমার দখলে মাত্র গড়ে ২ ফুট আছে। অপরদিকে রাস্তার উত্তর পাশে গড়ে প্রায় ৭ ফুট সরকারী জায়গা মুসলিমের দখলে আছে।কিন্তু শিবলী মুসলিম থেকে জায়গা না নিয়ে এতদিন আমার বিরুদ্ধে
উঠে পড়ে লেগে ছিল। তাই আমি থানার আশ্রয় নেয়ায় প্রমাণিত হল আমার কাছে মাত্র ২ ফুট জায়গা দখল আছে।অথচ এই রাস্তার উপর মহামান্য হাইকোর্টের নিষেধাজ্ঞা উপেক্ষা করে আমার কাছ থেকে শিবলী জোর পূর্বক ঘর ভেঙ্গে ফেলার পায়তারা করে ছিল।সে এত বড় দাপটে মহামান্য হাইকোর্টে আমার মামলার কৌশলী ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ সাইফুর রহমানের সাথেও সে বাড়াবাড়ি করে এবং আরো বলে আমার জায়গায় নির্মাণকৃত ঘরের বেড়াঘেরা ভেঙ্গে ফেলবে।
এব্যাপারে বাদী রহিমার অভিযোগের তদন্ত কর্মকর্তা এস আই নুর হোসেন জানান,এব্যাপারে বাদী রহিমার অভিযোগের তদন্ত কর্মকর্তা এস আই নুর হোসেনকে জিজ্ঞাসা করলে তিনি জানান,মারধরের ঘটনা শুনেছি। তবে তারা অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply