বিশেষ(সুনামগঞ্জ)প্রতিনিধি:
থাইল্যান্ড এর ব্যাংককে অনুষ্টিত
ইন্টারন্যাশনাল লিডারশিপ প্রোগ্রাম অন এডুকেশন ২০২৫-এর আন্তর্জাতিক রাউন্ডে পোষ্টার প্রেজেন্টেশন সেকশনে স্বর্ণপদক জয় করেছে সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার গোবিন্দগঞ্জের একমাত্র ইংরেজি মাধ্যমের স্কুল এন্ড কলেজ ব্রিজ একাডেমি’র অসাধারণ দল অর্পিতা, মানবী ও নিশার (৮ম শ্রেণি)। তাদের মেধা, সৃজনশীলতা ও নেতৃত্বগুণ শুধু ব্রিজ একাডেমিকে নয়, পুরো বাংলাদেশকে গর্বিত করেছে। এই ঐতিহাসিক অর্জন একাডেমির শিক্ষার্থীদের অগাধ সম্ভাবনার সাক্ষ্য বহন করে।
এমন একটি আন্তর্জাতিক মঞ্চে একাডেমির শিক্ষার্থীদের অংশগ্রহণ ও স্বীকৃতির সুযোগ করে দেওয়ার জন্য GEIST International Foundation-কে ধন্যবাদ জানিয়েছেন ব্রিজ একাডেমি’র চেয়ারম্যান আইয়ুব করম আলী, পরিচালক হোসনা আরা আলী ও প্রিন্সিপাল মোস্তাক আহমদ।
তারা বলেন ব্রিজ একাডেমি’র শিক্ষার্থী অর্পিতা, মানবী, নিশার একাডেমি ও দেশের নাম উজ্জ্বল করেছে। তাদের বুদ্ধিমত্তা বা মেধার মাধ্যমে বিশ্বকে আলোকিত করবে এই প্রত্যাশা ব্যাক্ত করেন তারা।
WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply