বিগত ২০১৮ সালের ১১ জুলাই আত্মীয়স্বজন সহ সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যায় মাত্র ১৮ বছর বয়সী মেধাবী শিক্ষার্থী ও সাংস্কৃতিক অঙ্গনের প্রিয়মুখ তানভীর আহমদ ইমু। দেখতে দেখতে সবারপ্রিয় ইমুর ৭ তম মৃত্যু বার্ষিকী চলে এসেছে। মৃত্যু বার্ষিকীতে অশ্রুসিক্ত নয়নে ইমুকে স্বরণ করলেন তার আত্মীয়স্বজনসহ শুভানুধ্যায়ীরা।
(১১ জুলাই) শুক্রবার ইমুর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে জগন্নাথপুর, শান্তিগঞ্জ, পাগলা, জাউয়াবাজার সহ বিভিন্ন অঞ্চলে আত্মীয়স্বজনের পক্ষ থেকে ইমুর রূহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইমু শান্তিগঞ্জ উপজেলার সিচনী গ্রামের বাসিন্দা আবদাল মিয়ার পুত্র। তবে দীর্ঘদিন ধরে সপরিবারে আবদাল মিয়া জগন্নাথপুর উপজেলার চিলাউড়া রসুলপুর গ্রামে বসবাস করে জগন্নাথপুর বাজারে ঘড়ি ব্যবসা করছেন।
এদিকে-পুত্রশোকে কাতর আবদাল মিয়া তার ছেলের জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন।
WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply