জগন্নাথপুর প্রতিনিধিঃ
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার প্রবাসীদের অর্থায়নে আন্ত.ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট এর ট্রফি উন্মোচন ও জগন্নাথপুর উপজেলা ফুটবল দলের খেলোয়ারদের মধ্যে আপার বিতরণ এবং জগন্নাথপুর উপজেলা ফুটবল খেলোয়ার কল্যাণ সংস্থার অভিষেক অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
(১০ জুলাই ) বৃহস্পতিবার দুপুরে স্থানীয় আবদুস সামাদ আজাদ অডিটরিয়ামে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.বরকত উল্লাহ।
জগন্নাথপুর উপজেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সংস্থার সভাপতি আফজাল হোসেন ফজর আলীর সভাপতিত্বে ও জুয়েল আহমদ নুর এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক কৃতী ফুটবলার ও জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক আবু হোরায়রা সাদ মাস্টার, সুনামগঞ্জ জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি জুনায়েল আহমদ রাজনান, জাতীয় দলের ফুটবলার তাজ উদ্দিন, সাবেক কৃতী ফুটবলার আকবর আলী, সাজ উদ্দিন টিপু, চিলাউড়া-হলদিপুর ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল। এতে স্বাগত বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক রুহুল আমিন রাহুল। বক্তব্য রাখেন, সাংবাদিক সানোয়ার হাসান সুনু, সাংবাদিক মো.শাহজাহান মিয়া, ক্রীড়া ব্যক্তিত্ব তকবুর হোসেন, স্থানীয় ফুটবলার খোকন আহমদ, হুমায়ূন আহমদ, এমএম সুলতান, এম শামীম আহমদ, আজহার ইসলাম নাইম, রাহুল মিয়া, আলী আহমদ, মুজাক্কির হোসেন, সুয়েব মিয়া প্রমূখ। অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শাওন মিয়া।
এ সময় জগন্নাথপুর উপজেলা ফুটবল খেলোয়ার কল্যাণ সংস্থার অর্থ সম্পাদক মকবুল হোসেন ভূইয়া, সাবেক কৃতী ফুটবলার সৌমিত্র রায় তাপস, রাফিজুল ইসলাম দিলু, রেজওয়ানুল হক রাজা, এমএ নুর সহ সাবেক ও বর্তমান কৃতী ফুটবলাররা উপস্থিত ছিলেন। সভায় সম্মানিত অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় এবং ফুটবলারদের মধ্যে আপার ও ফুটবল বিতরণ করা হয়েছে।
WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply