চন্দনাইশে হিন্দু ধর্মালম্বীদের রথযাত্রা চলাকালে উপর থেকে বিদ্যুতের তার পড়ে ৫ জন রথযাত্রী বিদ্যুৎপৃষ্ট হয়ে গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। শ্রী শ্রী রাধা মাধব ঝুলন মন্দির থেকে রথযাত্রা বের করে পাঠানদণ্ডী যাওয়ার পথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অন্তত পাঁচ ব্যক্তি আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।
শুক্রবার (২৭ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার বরকল শ্রী শ্রী রাধামাধব জুলন মন্দির থেকে পাঠানদন্ডী মাহাজনঘাটা যাওয়ার পথে সুচিয়া সাথী ক্লাবের সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রথযাত্রাকালে রথের উপরের একটি অংশ পাকা রাস্তায় ঝুলে থাকা বিদ্যুতের তারের সংস্পর্শে আসে। এতে রথে ও পাশে থাকা অন্তত চার থেকে পাঁচজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন।
স্থানীয়রা দ্রুত উদ্ধার করে প্রথমে চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আহতরা হলেন— বরকল ইউনিয়নের পাঠানদণ্ডী এলাকার খোকন মজুমদারের ছেলে অপূর্ব মজুমদার (১৫) ও বাবু দের ছেলে দীপ দে (১৪), সুচিয়া মহাজনপাড়ার দুলাল দেবের ছেলে উজ্জ্বল দেব (৪৬), সুচিয়ার বিমল দত্তের ছেলে সুধন দত্ত (৪২) এবং সাতবাড়িয়ার পলিয়াপাড়া এলাকার লিটন শীলের ছেলে সৌরভ শীল (১৩)।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান। সিভয়েস২৪’কে তিনি বলেন, ‘দুর্ঘটনাবশত বৈদ্যুতিক তার লেগে রথে বিদ্যুতায়ন হয়। এতে রথে থাকা ৪/৫ জন পুণ্যার্থী আহত হন। এদের মধ্যে তিনজনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অন্যরা চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।’
WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply