সিলেটের বিয়ানীবাজার উপজেলার যুক্তরাজ্যপ্রবাসী জামায়াত কর্মীকে প্রাননাশের হুমকি, বৃদ্ধ মায়ের হাতে পৌঁছে দেওয়া হলো হুমকির চিঠি। উপজেলার মোঃ আখলাক হোসেন চৌধুরীর নিজ বাড়িতে,গত (২৯ মে) ২০২৫ ইং বিকাল আনুমানিক ৫ঃ৩০ মিনিটের সময় আলীনগর ইউনিয়নের কনকলস গ্রামে ঘটনাটি ঘটেছে ।
পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার সময় আলীনগর ইউনিয়নের কনকলস গ্রামের নিজ বাড়ির বসতঘরের সামনে হেলমেট পরিহিত মোটরসাইকেলযোগে আসা দুইজন অজ্ঞাত ব্যক্তি আখলাক চৌধুরীর মা ঘরে আছেন নি বলে ডাকাডাকি করলে জাহানারা বেগম চৌধুরী ঘর হতে বের হয়ে তাদের সামনে এসে তিনি তাহার পরিচয় দেন তখন আপনার একটা পার্সেল আছে বলে তারা একটি খাকি রঙের প্যাকেট তার হাতে দিয়ে এটা রাখেন বলে ঘটনাস্থল থেকে চলে যায়।
জাহানারা বেগম চৌধুরী জানান, আসরের নামাজ পড়ে প্যাকেটটি খুলে দেখি কাফনের কাপড়ের মত একটি সাদা কাপড় এবং বলপেন দিয়ে হাতে লেখা একটি চিঠি। চিঠি পড়ে আমার বুক কেঁপে উঠে আমি তাৎক্ষণিক কিংকর্তব্যবিমূঢ় হয়ে যাই।
চিঠিতে আমার ছেলে আখলাক হোসেন চৌধুরী দেশে ফিরলে তাকে হত্যা করা হবে বলে সরাসরি উল্লেখ করা হয়েছে। তাছাড়া এই চিঠিতে আমার ছেলের জামায়াতে ইসলামীর রাজনীতিতে সক্রিয় থাকার কথা উল্লেখ করে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ পরিচয় দেয়া হুমকিদাতারা লিখেছে— আপনার ছেলেকে বলে দেবেন, সে দেশে আসার সাথে সাথে আমরা তাকে যেখানে পাবো সেখানেই খতম করে ফেলবো এজন্য অগ্রীম কাফনের কাপড় পাঠালাম, যত্ন করে রাখবেন।
জানা যায়, মোঃ আখলাক হোসেন চৌধুরী বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়নের ৯নং ওয়ার্ড জামায়াতের কর্মী এবং বর্তমানে যুক্তরাজ্য জামায়াতের বিভিন্ন কার্যক্রমে সক্রিয়ভাবে যুক্ত আছেন। তিনি বিগত ফ্যাসিস্ট আওয়ামিলীগ সরকার পতনের আন্দোলনে যুক্তরাজ্যস্থ ” নিরাপদ বাংলাদেশ চাই, ফাইট ফর রাইটস ইন্টারন্যাশনাল, অনলাইন এক্টিভিটিস ফোরাম নামক মানবাধিকার সংস্থার সদস্য হিসেবেও বিভিন্ন সভা সমাবেশে অংশগ্রহন করেছিলেন এবং তার নিজস্ব ফেসবুক আইডিতেও এ বিষয়ক প্রতিবাদী লেখালেখিতে সরব ছিলেন।
জাহানারা বেগম বিষয়টি তাৎক্ষণিকভাবে আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের জানালে স্থানীয়ভাবে আতঙ্কের সৃষ্টি হয়। পরে তিনি বিয়ানীবাজার থানায় একটি সাধারণ ডায়েরি করেন , জিডি নং ৩৯, তারিখ ০১/০৬/২০২৫ ইং। এই বিষয়ের সত্যতা জানতে চাইলে, বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ মোঃ আশরাফুজ্জামান বলেন, হুমকির উৎস এবং উদ্দেশ্য খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয় এলাকার জামায়াত নেতৃবৃন্দ ও এলাকাবাসী এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও হুমকিদাতাদের সনাক্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply