শুক্রবার (১০ নভেম্বর ২০২৩ ইং) বিকেল সাড়ে ৪টার দিকে সীতাকুণ্ড সোনাইছড়ি ইউনিয়নের ৫নং ওয়ার্ডের কাজলিপাড়ার নুরুলআলম বাড়ির পুকুরে ডুবে এ’দুই শিশু কন্যার মৃত্যু হয়।
ধারনা করা হচ্ছে, এক বোন পুকুরের পানিতে পড়ে যাওয়ার পর আরেক বোন হয়তো তাকে উদ্ধার করতে যায়, আর এতে দু’বোনই পানিতে ডুবে মারা যায়।
নিহত দু’যমজ শিশুরা হলো- ৪ বছর বয়সী সিনথিয়া ও স্নেহা। পিতা- মোঃ এরশাদ। যমজ দুই বোনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মেম্বার অহিদুল আলম চৌধুরী বলেন, শুক্রবার বিকেলের দিকে নুরুলআলম বাড়ির এরশাদের দুই যমজ কন্যা পুকুরের পাশে খেলতে গিয়ে পরিবারের লোকজনের অজান্তে পুকুরে পড়ে যায়।
এরপর যমজ কন্যাদের মা ও পরিবারের লোকজন আশ-পাশে বাচ্চাদের দেখতে না পেয়ে বাড়ির চারপাশে খোঁজাখুঁজি করেন, এক পর্যায়ে বাড়ির পাশে পুকুরে ডুবন্ত অবস্থায় দুই যমজ কন্যা শিশুর লাশ দেখতে পেয়ে, তাৎক্ষণিক উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখানে ডাক্তার তাদের মৃত বলে ঘোষণা করেন।
একসাথে দু’যমজ শিশুর মৃত্যুতে দুই শিশুর পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। রাতেই সোনাইছড়ি ইউনিয়ন পরিষদ মাঠে নিহত দু’যমজ শিশুর জানাজা হয়, পরে পারিবারিক কবরস্থানে তাদের দাফন দেওয়া হয়।
WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply