জসিম উদ্দীন ফারুকী, বিশেষ প্রতিনিধিঃ
চন্দনাইশে গাছবাড়িয়া কলেজ গেট এলাকায় ড. ফিক্সিট পিডিপ্রুফ ১০১ এলডব্লিউ+ নামের ওয়াটারপ্রুফিং পণ্য অবৈধভাবে উৎপাদন ও বাজারজাতের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানে এএফ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স নামক প্রতিষ্ঠানকে ১ লক্ষ ২০ হাজার জরিমানা করা হয়।
বুধবার (২৩ জুলাই) বিকাল সাড়ে ৪টায় এ মোবাইল কোর্ট পরিচালনা করেন কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা।
জানা যায়, পিডিলাইট স্পেশালিটি কেমিক্যালস (বিডি) প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে অভিযোগ করা হয়, উক্ত প্রতিষ্ঠানটি ড. ফিক্সিট পিডিপ্রুফ ১০১ এলডব্লিউ+ পণ্যটি বৈধ অনুমোদন ও লাইসেন্স ছাড়াই উৎপাদন ও বাজারজাত করে আসছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে অভিযোগের সত্যতা প্রমাণিত হয়।
অভিযানে প্রতিষ্ঠানটির প্রতিনিধি নাফিজুর রহমানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর আওতায় ১ লক্ষ ২০ হাজার জরিমানা করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন চন্দনাইশ থানার সেকেন্ড অফিসার (এসআই) রাকিব হাসান, চন্দনাইশ ভূমি অফিসের নাজির আরিফুল হক, পিডিলাইট কোম্পানির ইনভেস্টিগেশন অফিসার মঈনুদ্দিন কাদের, প্রতিনিধি মোহাম্মদ রাসেল ও মোরশেদ খান প্রমুখ।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় মোবাইল কোর্ট কর্তৃক অভিযুক্তকে ১ লক্ষ ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply