জানা যায়,,মোঃ আবু জাফর সায়েম (৪০), পিতা: মোঃ সোলেমান, মাতা: ছেনোয়ারা বেগম এর সীতাকুণ্ড বাজার এলাকায় নিজের অজন্তে একটি জমির গুরুত্বপূর্ণ দলিল হারিয়ে যায়।
যাহার দলিল নং-৬৬১৬, ক্রমিক নং-৬৮৫৪, দলিল ইস্যুর তারিখ-০৬/১২/২০১৪ খ্রিঃ। সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করা হয়েছে, এখন পর্যন্ত খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাওয়া যায় নাই, খোঁজাখুঁজি অব্যাহত আছে। এমতাবস্থায়, উপরোক্ত বিষয়টি ভবিষ্যতের জন্য সাধারণ ডাইরীভূক্ত করিয়া রাখা একান্ত প্রয়োজন মনে করে উপরোক্ত বিষয়টি সীতাকুণ্ড থানায় সাধারন ডাইরীভুক্ত করিতে আবেদন করা হয়েছে। উক্ত আবেদন পত্র (জিডি) নং- ১৭০০। তারিখ:২৬/০৫/২০২৫ ইংরেজি।
উক্ত হারিয়ে যাওয়া দলিল ৃমালিকের জাতীয় পরিচয় পত্র নং: ২৩০৩৩৪২৪৯২ ঠিকানাঃ স্থায়ী) উত্তর বাজার, গ্রাম মধ্যম মহাদেবপুর, ইউনিয়ন/ওয়ার্ড সীতাকুণ্ড পৌরসভা, ওয়ার্ড নং-০৩, থানা সীতাকুন্ড, জেলা চট্টগ্রাম ও ঠিকানা (বর্তমান), গ্রাম, ইউনিয়ন/ওয়ার্ড, থানা, জেলা, মোবাইল নং -০১৮৪৯৬১৯১৭৩।
উল্লেখ্য: যদি কোনো সহৃদয় ব্যক্তি উক্ত দলিলটি পেয়ে থাকেন তবে দয়া করে উপরুক্ত ঠিকানায় ও মোবাইল নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ রইলো।
WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply