জসিম উদ্দীন ফারুকী, বিশেষ (চট্টগ্রাম )প্রতিনিধিঃ
চন্দনাইশে বাংলাদেশ জামায়াত ইসলামী হাশিমপুর ইউনিয়ন শাখার উদ্যোগে দাওয়াতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ জুলাই) বিকাল থেকে রাত পর্যন্ত উপজেলার মক্কা ফিলিং স্টেশন সংলগ্ন মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলার আমীর অ্যাডভোকেট আনোয়ারুল আলম চৌধুরী। প্রধান বক্তার বক্তব্য দেন চট্টগ্রাম-১৪ আসনের দলীয় মনোনীত প্রার্থী ডা. শাহাদাৎ হোসেন। সমাবেশে দরসে কুরআন পেশ করেন দক্ষিণ জেলার শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক অধ্যাপক আমিরুল ইসলাম।
হাসিমপুর ইউনিয়নের জামায়াত ইসলামীর সভাপতি মাওলানা জসিম উদ্দীনের সভাপতিত্বে ইউনিয়ন সেক্রেটারি মো. হাসান শহীদের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামী চন্দনাইশ উপজেলার আমির মাওলানা কুতুব উদ্দিন, সেক্রেটারী কাজী আহসান সাদেক পারভেজ, সহকারী সেক্রেটারী মাওলানা আব্দুল খালেক নেজামী, সহকারী সেক্রেটারি হারুনুর রশিদ, চন্দনাইশ পৌরসভার আমীর কাজী মাওলানা কুতুব উদ্দিন, সেক্রেটারি মাওলানা নাজিম উদ্দীন, বৈলতলী ইউনিয়ন জামায়াত ইসলামীর সভাপতি কেএএম ইমরান বকর, বরমা ইউনিয়ন জামায়াত ইসলামীর সভাপতি আতাহার হোসাইন, কাঞ্চনাবাদ ইউনিয়নের জামায়াত ইসলামীর সভাপতি মোজাফফর আহমদ জাফর,আবু মুসা, সাবেক দুবাই জামায়াতের আমির নূর মোহাম্মদ,প্রমুখ।
উক্ত সমাবেশে উপজেলার বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ এছাড়াও অত্র ইউনিয়নের বিপুলসংখ্যক নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা উপস্থিত ছিলেন এই সমাবেশে।
WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply