বিশেষ প্রতিনিধিঃ
সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সভাপতি সহ ধারণবাজার অঞ্চলের আটজন ছাত্রনেতাকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
(২৯ জুলাই ) মঙ্গলবার বিকেলে ধারণবাজার আঞ্চলিক বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উত্তর খুরমা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আজিজুর রহমান এবং দক্ষিণ খুরমা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শামীম আলম নোমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—উত্তর খুরমা ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক সাজ্জাদুর রহমান,উত্তর খুরমা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. চেরাগ আলী,ছাতক উপজেলা ছাত্রদল নেতা জাকির হুসেন লাহিন,দক্ষিণ খুরমা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জুয়েল আহমদ,গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক সেলিম মুন্না এবং উত্তর খুরমা ইউনিয়ন জাসাস নেতা সুহান।
সংবর্ধিত নেতৃবৃন্দ হলেন—
গোবিন্দগঞ্জ কলেজ ছাত্রদলের নবনির্বাচিত সভাপতি মিয়া মোহাম্মদ ছাদ,সহ-সভাপতি হাসান আহমেদ ও হাফিজুর রহমান,সহ-সাংগঠনিক সম্পাদক তাহমিদ হাসান, অলিউর রহমান ও শারওয়ার আরিম শাওন,আইন বিষয়ক সম্পাদক এনামুল হক এবং ছাতক ডিগ্রি কলেজ ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক ইশতিয়াক ইমন।
অনুষ্ঠানে স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। বক্তারা নবনির্বাচিত ছাত্রনেতাদের অভিনন্দন জানিয়ে ভবিষ্যতে ছাত্রদলকে সংগঠিত ও শক্তিশালী করতে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
WWW.DESHYNEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply