জগন্নাথপুর প্রতিনিধিঃ
সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের বিশেষ অভিযানে রুবেল হত্যা মামলার আসামীসহ ৩ আসামীকে গ্রেফতার করা হয়েছে।
জানাগেছে, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞার নেতৃত্বে থানার এসআই আল আমিন, এসআই দিপংকর হালদার, এসআই নুর উদ্দিন আহমদ, এসআই শাহ আলম, এসআই রিফাত সিকদার, এসআই কবির আহমদ এএসআই মোঃ হুমায়ূন কবির বাহার, এএসআই কামাল উদ্দিন সহ সঙ্গীয় পুলিশদল বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের সুনুয়াখাই গ্রামে টিকটক ভিডিও পোস্ট নিয়ে সংঘর্ষের ঘটনায় নিহত রুবেল মিয়া হত্যা মামলার এজাহারনামীয় আসামী মনির মিয়াকে (৫০) গ্রেফতার করা হয়েছে। তিনি সুনুয়াখাই লতিফনগর গ্রামের মৃত তুরাব আলীর ছেলে। তাকে তথ্য প্রযুক্তির মাধ্যমে ছাতক উপজেলার জাউয়াবাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়।
এছাড়া সিআর নং-৮ /২৪ (জগঃ) এর সাজাপ্রাপ্ত গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামী মোঃ জুয়েল মিয়া (৩২), পিতা-জমির মিয়া, স্থায়ী: প্রাম-রৌডর প্রকাশিত জামালপুর, ইউ/পি-আশারকান্দি,থানা- জগন্নাথপুর, জেলা –সুনামগঞ্জকে অদ্য ২৬/০৭/২০২৫ খ্রিঃ গ্রেফতার করা হয়। উক্ত আসামীর ০৩ (তিন) মাস বিনাশ্রম কারাদন্ড এবং ৮,০০,০০০/- (আট লক্ষ) টাকা অর্থদন্ডে দন্ডিত। এবং আরেক সিআর-১৫৭/২৩ (জগঃ) এর গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী রাজু মিয়া, পিতা-আবন মিয়া, সাং-বড়কাপন, পোঃ এ. বি কাপন, উপজেলা/থানা- জগন্নাথপুর, জেলা –সুনামগঞ্জকে অদ্য ২৬/০৭/২০২৫ খ্রিঃ গ্রেফতার করা হয়। বর্ণিত গ্রেফতারকৃত আসামীদেরকে যথাযথ পুলিশ প্রহরায় ২৬ জুলাই শনিবার সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে থানা পুলিশ সূত্র নিশ্চিত করেছেন।
WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply