বিশেষ প্রতিনিধিঃ
২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় সুনামগঞ্জের ছাতক উপজেলায় গড় পাশের হার ৬৭.৮০ শতাংশ। উপজেলাভিত্তিক ফলাফলে জিপিএ-৫ প্রাপ্তির দিক দিয়ে শীর্ষে রয়েছে ছাতক সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়।
এই বিদ্যালয় থেকে ১০৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে কৃতকার্য হয়েছে ৯৬ জন এবং জিপিএ-৫ অর্জন করেছে ২৪ জন। দ্বিতীয় অবস্থানে রয়েছে গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়, যেখানে ৩৬৪ জন শিক্ষার্থীর মধ্যে ২২৬ জন কৃতকার্য এবং ১২ জন জিপিএ-৫ পেয়েছে।
উপজেলা পর্যায়ের সার্বিক চিত্র-
মোট পরীক্ষার্থী: ৩,৩৯৮ জন
মোট কৃতকার্য: ২,৩০৪ জন
মোট জিপিএ-৫: ৭০ জন
পাশের হার: ৬৭.৮০% উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ফলাফল-
মঈনপুর উচ্চ বিদ্যালয়: ১৬২ জনে কৃতকার্য ১২০ জন, জিপিএ-৫ পেয়েছে ৭ জন,
সাউথওয়েস্ট সালেহ আহমদ স্কুল অ্যান্ড কলেজ: ১০৪ জনে কৃতকার্য ৯২ জন, জিপিএ-৫ পেয়েছে ৬ জন,ছাতক সিমেন্ট ফ্যাক্টরি ও সিলেট পাল্প অ্যান্ড পেপার মিল উচ্চ বিদ্যালয়- জিপিএ-৫ পেয়েছে ৫ জন করে,সমতা উচ্চ বিদ্যালয় ও কলেজ, আনুজানি জনকল্যাণ উচ্চ বিদ্যালয়, চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়, ঝিগলী উচ্চ বিদ্যালয় ও কলেজ: প্রত্যেকটি থেকে জিপিএ-৫ পেয়েছে ২ জন করে,হাজী কমর আলী, একতা, হাজী জামাল উদ্দিন উচ্চ বিদ্যালয়: জিপিএ-৫ পেয়েছে ১ জন করে
নিম্ন ফলাফল প্রাপ্ত প্রতিষ্ঠান-
মোগলগাঁও মাধ্যমিক বিদ্যালয়- ৩০ জনে কৃতকার্য মাত্র ২ জন (পাশের হার ৬.৬৭%)
মুনিরগাতি উচ্চ বিদ্যালয়: ৬৩ জনে কৃতকার্য ২৩ জন, উত্তর সুরমা আজমত আলী উচ্চ বিদ্যালয়: ৫৫ জনে কৃতকার্য ২৪ জন,কারিগরি শিক্ষা বোর্ডের ফলাফল-ছাতক সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ: ১৮৫ জনে কৃতকার্য ১০৩ জন,চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়: ৫৫ জনে কৃতকার্য ৩৬ জন, জিপিএ-৫ পেয়েছে ২ জন
হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় (কারিগরি): ৫৬ জনে কৃতকার্য ৩১ জন,এলংগি মডেল উচ্চ বিদ্যালয়: ৮ জন পরীক্ষার্থীর কেউ পাস করতে পারেনি ,কারিগরি বোর্ডে মোট পরীক্ষার্থী: ৩০৪ জন পাশ করেছে: ১৭০ জন, জিপিএ-৫: ২ জন পাশের হার: ৫৫.৯২% মাদরাসা শিক্ষাবোর্ডের অধীন ফলাফল-মোট মাদরাসা: ২৪টি মোট পরীক্ষার্থী: ১,২৮৫ জন,মোট কৃতকার্য: ৮৪৫ জন ,জিপিএ-৫: ৯ জন
বিশেষ মাদরাসা ফলাফল- বুরাইয়া কামিল মাদরাসা: ১০৩ জনে কৃতকার্য ৮১ জন, জিপিএ-৫ পেয়েছে ৩ জন
শাহ সুফি মোজাম্মিল আলী দাখিল মাদরাসা: ৩৬ জনে কৃতকার্য ৩৩ জন, জিপিএ-৫ পেয়েছে ২ জন জাহিদপুর জামেয়া ইসলামিয়া দাখিল মাদরাসা: ৫৭ জনে কৃতকার্য ৫৩ জন মোহাম্মদিয়া হাফিজিয়া দাখিল মাদরাসা: ৩৩ জনে কৃতকার্য ৩২ জন অন্যান্য অনেক মাদরাসায় গড় পাশের হার ভালো হলেও বেশ কিছু মাদরাসার ফলাফল সন্তোষজনক নয়।
ছাতকে এসএসসিতে সামগ্রিক পাশের হার আশাব্যঞ্জক হলেও কিছু বিদ্যালয়ের ফলাফল উদ্বেগজনক। সরকারি বিদ্যালয়গুলো জিপিএ-৫ অর্জনে এগিয়ে থাকলেও কারিগরি ও মাদরাসা শিক্ষায় আরও মনোযোগ দরকার।
WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply