চট্টগ্রাম সীতাকুণ্ড কামিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা মরহুম মাওলানা ওবায়দুল হকের ১০৪ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (০ ৯-০৭-২৫) সকালে মাদ্রাসা অডিটরিয়ামে এ দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ওসমান গনির সভাপতিত্বে এবং প্রধান মুহাদ্দিস মাওলানা সেলিম জাহাঙ্গীর এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাস্থ বিশিষ্ট ব্যাবসায়ী ও অত্র মাদ্রাসার প্রাক্তন ছাত্র জিয়াউল হোসাইন।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারী ও প্রাক্তন ছাত্র মোঃ তাহের, প্রতিষ্ঠাতার প্রপুত্র ডাঃ দিদারুল আলম, মাদ্রাসার সাবেক প্রভাষক ও কথাকলি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল আলিম, প্রভাষক মাওলানা নুরুন্নবী, আতিক উল্লাহ ও পৌর সদরের বিশিষ্ট ব্যাবসায়ী মাওলানা জিয়াউল হোসাইন প্রমুখ।
অনুষ্ঠানে মাওলানা ওবায়দুল হকের কর্ম ও জীবনের উপর বক্তিতা প্রতিযোগীতা ছাড়াও হামদ, নাত ও কেরাত প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন অতিথিরা।
উল্লেখ্য যে, বৃটিশ বিরোধী বিপ্লবী সমাজকর্মী মাওলানা ওবায়দুল হক ১৮৮৬ সালে সীতাকুণ্ড আলীয়া মাদ্রাসা ও ১৯১৩ সালে সীতাকুণ্ড সরকারী আদর্শ উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। আজ ৯ জুলাই ছিল মাওলানা ওবায়দুল (র:) এর ১০৪ তম মৃত্যু বার্ষিকী।
তিনি উপজেলার বাড়বকুণ্ড মান্দারিটোলা গ্রামে ১৮৫৬ সালের ৮ জুলাই এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহন করেন এবং ১৯২১ সালের ৯ জুলাই মাত্র ৬৫ বছর বয়সে মৃত্যুবরণ করেন।
WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply