চন্দনাইশে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক এনজিও কর্মকর্তা নিহত হয়েছেন। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের হাসিমপুর বাইন্যা পুকুর পাড় এলাকায় যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে ইকবাল সিকদার (৩২) নামে বেসরকারি এনজিও সংস্থা ব্যুরো বাংলাদেশের এক কর্মকর্তার মৃত্যু হয়। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একই এনজিওর প্রোগ্রাম অর্গানাইজার জাবেদ মিয়া (৩০)।
বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেল ৫টা ১৫ মিনিটে র চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বাইন্যাপুকুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ইকবাল সিকদার টাঙ্গাইল জেলার সখিপুর উপজেলার সবুজ সিকদারের ছেলে এবং বুরো বাংলাদেশ এনজিও চন্দনাইশ শাখায় ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। আহত জাবেদ মিয়া একই জেলার বাসাইল উপজেলার ময়না মিয়ার ছেলে।
দুর্ঘটনার পর আহত জাবেদ মিয়াকে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মানিক দেবনাথ বলেন, ইকবাল সিকদারকে হাসপাতালে আনার আগেই তিনি মারা যান। আহত জাবেদ মিয়ার চিকিৎসা চলছে।
এ বিষয়ে দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুব আলম বলেন, বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইকবাল সিকদার ঘটনাস্থলেই প্রাণ হারান। বাসটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply